নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ অ্যাপের মাধ্যমে জানানো যাবে জানালেন হাইলাকান্দির জেলাশাসক

নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ অ্যাপের মাধ্যমে জানানো যাবে জানালেন হাইলাকান্দির জেলাশাসক

নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ অ্যাপের মাধ্যমে জানানো যাবে জানালেন হাইলাকান্দির জেলাশাসক

নির্বাচনী আচরণবিধি লংঘন সংক্রান্ত অভিযোগ জানাতে এবার ডিজিটাল অ্যাপ ব্যবহার করতে পারা যাবে। এজন্য জেলার সাধারণ মানুষকে সজাগ হতে আহ্বান জানিয়েছেন হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল। সি-ডিজিল অ্যাপ ব্যবহার করে অভিযোগ জানানো যাবে। অ্যাপে অভিযোগ জানালে তার ভিত্তিতে ফ্লায়িং স্কোয়াড সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্ৰহন করবে। তাছাড়াও হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন সম্পর্কিত কোন অভিযোগ থাকলে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক শ্রী ব্রজেন্দ্র কুমার,আই আর এসের সাথে যোগাযোগ করতে পারবেন। মোবাইল ফোন নম্বর - ৯৫৩১৪২৮৭৪৩ অথবা ২৪×৭ কন্ট্রোলরুম নং - ০৩৮৪৪-২২৩৩৭৭ । তাছাড়াও এল এ - ৬ মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টির জন্য মোবাইল ফোন নম্বর ৯৫৩১৪২৮৭৪০, এল এ - ৭ কাটলিছড়া বিধানসভা সমষ্টির জন্য ফোন নং ৯৫৩১৪২৮৭৪১ এবং এল এ - ৮ আলগাপুর বিধানসভা সমষ্টির জন্য ফোন নং ৯৫৩১৪২৮৭৪২ নম্বরে অভিযোগ জানানো যাবে।

LEAVE A COMMENT

Comment