বরাকের বিভিন্ন সমষ্যার সমাধানের দাবি নিয়ে রাজ্যের অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষের সকাসে বিজেপির রাজ্যিক এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস।

বরাকের বিভিন্ন সমষ্যার সমাধানের দাবি নিয়ে রাজ্যের অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষের সকাসে বিজেপির রাজ্যিক এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস।
বরাক উপত্যকার বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের দাবি নিয়ে রাজ্যের অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুমার দাসের সকাশে বিজেপির এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস মহাশয়। এই উপলক্ষে আজ বেলা একটার সময় বিজেপির এস সি মোর্চার নবনিযুক্ত রাজ্যিক সহ-সভাপতি অমলেন্দু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল গৌহাটির বেলতলায় অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুমার দাসের বাসভবনে গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং বরাকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন। বিজেপির রাজ্যিক এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস এবং রাজ্যিক কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাস মহাশয় অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুমার দাসকে উত্তরিয় এবং ফুলের তোড়া দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এরপর বিজেপির রাজ্যিক এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস মহাশয় বরাক উপত্যকার বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য অধ্যক্ষ জয়ন্ত কুমার দাসের নিকট জোরালো দাবি জানান। রাজ্যের অনুসূচিত জাতি কল্যাণ কর্পোরেশনের অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুমার দাস প্রতিনিধি দলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান রাজ্যিক বিজেপি এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস এবং রাজ্যিক কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাস। আজকের এই প্রতিনিধি দলে ছিলেন অসম প্রদেশ বিজেপি এস সি মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি অমলেন্দু দাস,রাজ্যিক এস সি মোর্চার কার্যনির্বাহী সদস্য তথা কাছাড় জেলার সহ-প্রভারী রঞ্জিত দাস, অজয় লস্কর,শঙ্করজিৎ দাস,সমিরন ফুলমালী ও সুধাংশু বৈষ্ণব প্রমুখ ব্যাক্তিবর্গ।
Comment