বুধবার করিমগঞ্জে যুগপুরুষ' স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন পালন করা হল।

বুধবার করিমগঞ্জে যুগপুরুষ' স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন পালন করা হল।
বুধবার করিমগঞ্জে যুগপুরুষ' স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন পালন করা হল। শীতের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে রামকৃষ্ণ মিশন পড়ুয়ারা বিবেকানন্দের আবক্ষ মূর্তির সামনে এসে জড়ো হয়, কারো হাতে হয়তো শঙ্খ নয়তো ঘন্টা । কারো হাতে রামকৃষ্ণের বাণী পুস্তক। একসময় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী বিবেকানন্দের মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিবেকানন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। স্বামী প্রভাসানন্দজী মহারাজ অন্যান্যরা কার্যক্রমে সামিল ছিলেন। বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন'র ছাত্র-ছাত্রীরা।
Comment