করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভার সমষ্টির অন্তর্গত অসমীয়া বস্তি বড়গোল ও ঘিলাইজানে ভোগালির প্রস্তুতি তুঙে। একদিকে করোনার সমস্যা অন্যদিকে বৃষ্টি, তার মাঝে জমে উঠছে ভোগালির আনন্দ ।

করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভার সমষ্টির অন্তর্গত অসমীয়া বস্তি বড়গোল ও ঘিলাইজানে   ভোগালির প্রস্তুতি তুঙে। একদিকে করোনার সমস্যা অন্যদিকে বৃষ্টি, তার মাঝে জমে উঠছে ভোগালির আনন্দ ।

করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভার সমষ্টির অন্তর্গত অসমীয়া বস্তি বড়গোল ও ঘিলাইজানে ভোগালির প্রস্তুতি তুঙে। একদিকে করোনার সমস্যা অন্যদিকে বৃষ্টি, তার মাঝে জমে উঠছে ভোগালির আনন্দ ।

করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভার সমষ্টির অন্তর্গত অসমীয়া বস্তি বড়গোল ও ঘিলাইজানে   ভোগালির প্রস্তুতি তুঙে। একদিকে করোনার সমস্যা অন্যদিকে বৃষ্টি, তার মাঝে জমে উঠছে ভোগালির আনন্দ ।


সমস্ত অসমীয়া বস্তিতে উৎসবের আমেজে মেতে উঠেছে। একটি বিষয় লক্ষণীয় ছোট ছোট কনমানি নৃত্যশিল্পী সকলে বিহু গান পরিবেশন করে সকলকে মুগ্ধ করে তুলেন। ঘরে ঘরে পিঠা  সহ অন্যান্য খাদ্য সমগ্রীর তৈরি করে আত্মীয পরিজনদের জন্য প্রস্তুত করা হয়েছে।ভোগালির আনন্দ উপভোগ করার জন্য  একে অপরের ঘরে যাওয়া আসা চলছে।

LEAVE A COMMENT

Comment