হাইলাকান্দি লক্ষীশর এলাকার ১৪ নং ওয়ার্ডের মহিলা কলেজের রাস্তা বেহাল। সংস্কারের দাবি এলাকাবাসীর

হাইলাকান্দি লক্ষীশর এলাকার ১৪ নং ওয়ার্ডের মহিলা কলেজের রাস্তা বেহাল। সংস্কারের দাবি এলাকাবাসীর

হাইলাকান্দি লক্ষীশর এলাকার ১৪ নং ওয়ার্ডের মহিলা কলেজের রাস্তা বেহাল। সংস্কারের দাবি এলাকাবাসীর

হাইলাকান্দি লক্ষীশহর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের পুরাতন মহিলা কলেজের পৌরসভার অন্তর্ভুক্ত রাস্তা অনেক বছর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে, আজ থেকে প্রায় ১২ বৎসর আগে ২০১০ ইংরেজিতে 100 মিটারের মতো জায়গা দুই ভাগে গাড়োয়াল সহ গার্ডওয়াল সহ পৌরসভা এই রাস্তার কাজ করেছিল, তারপর বিগত ১২ বৎসর থেকে রাস্তার বেহাল অবস্থা থাকা সত্ত্বেও পৌরসভা কোন রিপিয়ারিং এর জন্য হাত দেয় নাই, বিগত পৌরসভার বোর্ড থাকাকালীন অনেক টাকা এসেছে অনেক রাস্তার কাজ হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি ব্যস্ততম রাস্তা কোন ধরনের রিপেয়ারিং করা হয় নাই, এই রাস্তায় প্রায় দিনই মাটির লোড গাড়ি যাতায়াত করে, এই রাস্তার পিছনে অনেক নতুন বসতবাড়ির কাজ নিত্য চলছে তাই প্রায়ই মালপত্র নিয়ে লোকের গাড়ি প্রবেশ করে।
স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় নাগরিক তথা বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্য্যকর্তা তথা ধর্মপ্রসার প্রমুখ মনোজ কান্তি দাস মহাশয় দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছেন এবং প্রায় সময়ই তিনি রাস্তার মেরামতি নিজের হাতে করে থাকেন। এক পাশের গার্ডওয়াল পুরোপুরি ভেঙ্গে পড়েছে, রাস্তা যাহাতে ঠিক থাকে এর জন্য এক পাশে লাইন ধরিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে, দুই বছরের সেবাযত্নে বৃক্ষগুলো মোটামুটি বড় হয়েছে, স্থানীয় লোকের কথাবার্তা অনুযায়ী মনোজ কান্তি দাস প্রায় সময়ই এইসব বৃক্ষ এবং রাস্তার পরিপাটি করতে দেখা যায়। এই উপলক্ষে আজ এক বার্তায় মনোজ কান্তি দাস
হাইলাকান্দি জেলা প্রশাসন এবং পৌরসভার নিকট বিনম্র অনুরোধ জানান এই রাস্তাটি রিপিয়ারিং করে চলার উপযুক্ত করে দেওয়ার জন্য, আরেকটি বিষয় হলো ওই রাস্তায় একটিও স্ট্রিটলাইট না থাকায় পুরো রাস্তাটি অন্ধকারে ডুবে থাকে, সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত লোকেরা তাদের কাজকর্ম করতে অন্ধকার থাকায় সুবিধা পায়, পৌরসভা কর্তৃপক্ষ কে স্ট্রিটলাইট লাগিয়ে এইসব প্রতিকার করা এর জন্য মনোজ কান্তি দাস জেলাশাসক হাইলাকান্দি ও পুরসভা এক্সিকিউটিভ অফিসার নিকট ইমেইল বার্তা পাঠিয়ে স্ট্রীট লাইট লাগানোর জন্য অনুরোধ জানান।

LEAVE A COMMENT

Comment