হাইলাকান্দি এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত।

হাইলাকান্দি এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত।

হাইলাকান্দি এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত।

 হাইলাকান্দি এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে উল্লেখ্য যে প্রতিবছরের মতো এবছরও এচিভারস হাইস্কুলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী হাইস্কুল সংক্রান্ত ২০২২ সনের চুড়ান্ত পরীক্ষাতে অর্থাৎ মেট্রিক পরীক্ষাতে অবতীর্ণ হতে যাওয়া শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ বেলা একটার সময় এচিভারস হাইস্কুলের এন্ড জুনিয়র কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মেহেবুব আহমেদ লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের পরিচালন সমিতির সভাপতি ফজল আলী বড়ভুইয়া এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তথা এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের প্রাক্তন শিক্ষক তথা অডিটিং ডিরেক্টর সিপ্রীয়ান ডায়াস। এই বিদায়ী সভায় এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। শিক্ষক-শিক্ষয়ত্রীরাও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে সঙ্গীত পরিবেশন করেন। এরপর এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা পত্র এবং একটি কলম তুলে দেন মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ সহ শিক্ষক-শিক্ষয়ত্রীরা। এরপর এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মেহেবুব আহমেদ লস্কর জানান যে ২০১৬ সনে এই স্কুল থেকে প্রথম শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে তাদের ফলাফল খুবই উল্লেখযোগ্য। প্রতি বছরই এই স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা লেটার, স্টার মার্কস, ডিস্ট্রিক্টসন মার্কস সহ রাজ্যিক স্তরে সর্বোচ্চনম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকে। উল্লেখ্য আজকের সংবর্ধনা পত্র ও কলম প্রাপক দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা হইল বেগম হেকিমা আক্তার লস্কর,নিশাত আসলাম মজুমদার,নাজেদ ইমরাজ লস্কর,আরিফ আহমেদ মজুমদার, আব্দুল কাদের বড়ভুইয়া, বিকাশ নাইডু, দেবায়ন দে,রিপা দাস।
তিনি আরো জানান যে বর্তমানে তাদের এচিভারস হাইস্কুলে এই বছরের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সারি থেকে নবম শ্রেণির ছাত্র ভর্তি প্রক্রিয়া চলছে।তিনি ছাত্র ভর্তি করাতে ইচ্ছুক অভিভাবকদের স্কুল কার্য্যালয় থেকে অবিলম্বে ফর্ম সংগ্রহ করতে আহ্বান জানান। এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মেহেবুব আহমেদ লস্কর আরো জানান যে তিনি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশকে উন্নত করতে কম্পিউটার শিক্ষা, সঙ্গীত ও চিত্রকলা, যোগব্যায়াম, প্রত্যেক ক্লাস রুমে সিসি ক্যামেরা সহ ছাত্র-ছাত্রীদের কোচিং করানোর ব্যবস্থা করে দিয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এচিভারস হাইস্কুল এন্ড জুনিয়র কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মেহেবুব আহমেদ লস্কর, সভাপতি ফজল আলী বড়ভুইয়া, অধ্যক্ষা তাপসী দাস, শিক্ষিকা পারমিতা দাস,পাপিয়া পাল,দিপান্বিতা চক্রবর্তী,ঝুমুর দেব, শিক্ষক বিজন শর্মা, প্রসেনজিৎ নাথ প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment