বন‍্যায় প্লাবিত কমিগঞ্জের প্রতিটি সমষ্টির সাধারণ মানুষের পাঁশে দাঁড়ালো অগপের করিমগঞ্জ যুব পরিষদ।

বন‍্যায় প্লাবিত কমিগঞ্জের প্রতিটি সমষ্টির সাধারণ মানুষের পাঁশে দাঁড়ালো অগপের করিমগঞ্জ যুব পরিষদ।

বন‍্যায় প্লাবিত কমিগঞ্জের প্রতিটি সমষ্টির সাধারণ মানুষের পাঁশে দাঁড়ালো অগপের করিমগঞ্জ যুব পরিষদ।

বন‍্যায় প্লাবিত কমিগঞ্জের প্রতিটি সমষ্টির সাধারণ মানুষের পাঁশে দাঁড়ালো অগপের করিমগঞ্জ যুব পরিষদ বরাক উপত‍্যকায় বন‍্যার ফলে সাধারণ মানুষের যাতায়াত ব‍্যবস্থা যোগাযোগ ব‍্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে বিভিন্ন উদ্ধার শিবিরে আশ্রয় নিয়েছেন। এমতাবস্থায় অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশমর্মে করিমগঞ্জ যুব পরিষদের কার্যকরী সভাপতি রাজা তাপাদার সংগঠনের সদস্যদের নিয়ে জেলার প্রতিটি সমষ্টি পরিদর্শন করেন। বদরপুর সমষ্টির*বন্যা প্লাবিত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তারা। সাধারণ মানুষের কাছ থেকে তাদের বন‍্যার দুর্দশা শুনে ত্রাণের জন‍্য সংগে সংগে বদরপুর সারকেল অফিসারকে ফোনযোগে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিনে মানুষদের দুর্ভোগের অবস্থা দেখে শিবির গুলোর প্রয়োজনীয় খাবার, পানীয় জল, ঔষধ  ইত্যাদি সময়মতো যোগান দেওয়ার জন‍্য অঙ্গীকার বদ্ধ হন। তাছাড়া গবাদী পশুর খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এবং অগপের করিমগঞ্জ জেলার যুব পরিষদের কার্যকরী সভাপতি রাজা তাপাদার নিজের ব‍্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সাহায্য করেন। এবং  অসম গণপরিষদ দলের পক্ষ থেকে উনি আশ্বাস দিয়েছেন, যে কোন কিছুর প্রয়োজন হলে বদরপুর বিধান পরিষদের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য। এবং উনার যুব পরিষদের প্রতিজন সদস্যদেরকে জানিয়ে দিয়েছেন প্রতিটি বিধান পরিষদে বন্যায় আক্রান্ত হওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য 

LEAVE A COMMENT

Comment