অপ্রয়োজনীয় কথা মনের মধ্যে ভিড় করে আসছে? কিছুতেউ মাথা খালি করতে পারছেন না? রইল কয়েকটি পরামর্শ।

অপ্রয়োজনীয় কথা মনের মধ্যে ভিড় করে আসছে? কিছুতেউ মাথা খালি করতে পারছেন না? রইল কয়েকটি পরামর্শ।

কোনও কাজে মন বসছে না? সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে দূর করবেন কীভাবে?

ধ্যান:- চঞ্চল মন শান্ত করার একটি কার্যকর উপায় হল ধ্যান। রোজ কিছুক্ষণ ধ্যানের অভ্যাস করুন। আ নিজের উত্তেজনা ভিতর থেকে কমানোর চেষ্টা করুন। 

ফোন থেকে দূরে থাকুন :- অবসর সময়টা ফোন থেকে দূরে থাকুন। সেই সময়ে স্মার্টফোনটি যত কম সম্ভব ব্যবহার করুন। এবং পারলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান। 

ডায়েরি লেখার অভ্যাস করুন :-  এটি মনকে শান্তি দেওয়ার অত্যন্ত কার্যকর রাস্তা। মনের মধ্যে যত সমস্যা জমে আছে, তা এখানে লিখে রাখুন। সমাধান নিজে নিজেই বেরিয়ে আসবে।

নিজের প্রতি সৎ থাকুন :- নিজেকে বলুন, আপনার নিজের দোষগুলি কোথায়। নিজের দোষ নিজে বুঝতে পারলে আপনার সমস্যা দ্রুত কমবে।

জীবনে কী চান :- নিজের লক্ষ্যটা নিজে বুঝুন। ভেবে দেখুন, জীবনে আপনি কোথায় পৌঁছোতে চান? জীবন থেকেই বা কী চান?

LEAVE A COMMENT

Comment