হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন।

হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন।

হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন।

 হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কচিকাঁচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রবিবার সকাল নয়টার সময় বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভুইয়া সাহেবের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষয়ত্রী অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় হাইলাকান্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভুইয়া বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য এবং মহত্ব সম্বন্ধে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে পরিবেশ ‌রক্ষার জন্য ‌বেশী করে বৃক্ষরোপণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। এখানে উল্লেখ্য যে পরিবেশ রক্ষার জন্য এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষয়ত্রী ও ছাত্র-ছাত্রীদের দ্বারা বিদ্যালয়ের চতুর্দিকে ফুল গাছের চারা রোপণ করা হয়। এদিনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিষয় শিক্ষক স্বপন সিংহ, সহকারী শিক্ষক এনামুল হক, শিক্ষিকা অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ। এরপর শিক্ষিকা অনিন্দিতা চক্রবর্তী মহাশয়া সকল উপস্থিত শিক্ষক-শিক্ষিকা,অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের ‌পরিবেশ রক্ষার জন্য বিশেষ শপথ বাক্য পাঠ করান। এরপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভুইয়া।

 

LEAVE A COMMENT

Comment