কাটলিছড়ার বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব লালার চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্র, খাদ্য বিতরণ ।

কাটলিছড়ার বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব লালার চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্র, খাদ্য বিতরণ ।

কাটলিছড়ার বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব লালার চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্র, খাদ্য বিতরণ ।

লায়ন্স ক্লাব অব লালার উদ্দ্যোগে সোমবার কাটলিছড়া লতাকান্দির বৃদ্ধাশ্রমের আবাসিক প্রৌঢ় প্রৌঢ়াদের চক্ষু পরীক্ষা সহ  নতুন বস্ত্র, ও খাদ্য বিতরণ করা হয় ডাঃ সুমনা দাস ভট্টাচার্য ও ডঃ শতানন্দ ভট্টাচার্য র একমাত্র পুত্র স্বপ্ননিল এর জন্মদিন 
উপলক্ষে এদিন লায়ন্স ক্লাব অব লালার উপসভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর পৌরোহিত্যে  কাটলিছড়ার প্রবীন নাগরিক আবাসে আয়োজিত অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের চক্ষু পরীক্ষা করেন হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুমনা দাস ভট্টাচার্য।। শিবিরে বৃদ্ধাশ্রমের পঁচিশ জন আবাসিক প্রৌঢ় প্রৌঢ়ার চক্ষু পরীক্ষা করে  প্রয়োজনীয় ওষুধ পত্র বিতরণ সহ পাঁচ জন ছানিপড়া চক্ষু রোগী সনাক্তকরণ করা হয় ।

 আগামী বৃহস্পতিবার ছানিপড়া চক্ষু রোগীদেরকে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে বিনামূল্যে  অস্ত্রোপচার করা হবে। লায়ন্স ক্লাব অব লালার সদস্য ,হাইলাকান্দির  বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুমনা দাস ভট্টাচার্য ও সাংবাদিক ডঃ শতানন্দ ভট্টাচার্যের  পুত্র স্বপ্ননীল ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে এদিন বৃদ্ধাশ্রমে চক্ষু পরীক্ষা শিবির, নতুন বস্ত্র বিতরণ ও দুপুরের আহারের ব্যাবস্থা করা হয় ।এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে লায়ন্স ক্লাব অব লালার সম্পাদক নুরুল মজুমদার, যীশু কুমার নাথ,  সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, বিভুতি চক্রবর্তী, কল্পজ্যোতি ভট্টাচার্য, ঝুমা   রায়, দীপন দাস প্রমুখ  অংশ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ।। প্রত্যেক বক্তাই তাদের ভাষনে  বৃদ্ধাশ্রমে  এধরণের কার্যসুচি গ্রহন করায়  লায়ন্স ক্লাবের উদ্দ্যোগের প্রশংসা করেন।।

LEAVE A COMMENT

Comment