শিলচরের নবম শ্রেণীর ছাত্র তথা ক্ষুদে বৈজ্ঞানিক নির্মাণ করেছে কথা বলা আশ্চর্যজনক রোবোট

শিলচরের নবম শ্রেণীর ছাত্র তথা ক্ষুদে বৈজ্ঞানিক নির্মাণ করেছে কথা বলা আশ্চর্যজনক রোবোট

শিলচরের নবম শ্রেণীর ছাত্র তথা ক্ষুদে বৈজ্ঞানিক নির্মাণ করেছে কথা বলা আশ্চর্যজনক রোবোট

কাছাড় জেলার শিলচরের মৃনাল নমসুদ্র নামে নবম শ্রেণীর এক ছাত্র তথা ক্ষুদে বৈজ্ঞানিক আশ্চর্যজনক কথা বলতে পারা রোবট তৈরি করে উপত্যকায় এক নতুন নজির গড়ে তুলেছে। শিলচর শহরতলীর চেংকুড়ি রোড সংলগ্ন নতুন কাঞ্চনপুর মোডেল ভিলেজের নবম শ্রেণীর ছাত্র মৃনাল নমসুদ্রের দক্ষতায় গর্বিত বরাক উপত্যকাবাসী। তাই আজ অল আসাম নমসুদ্র উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মৃনাল নমঃশূদ্র কে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন নমঃশূদ্র পরিষদের চেয়ারম্যান সাধন রঞ্জন বিশ্বাস,কৃতিস চন্দ্র সরকার, দিলীপ রায়, শংকর সরকার, সুখেন্দু সরকার, কানু রায়, বিজু নমঃশূদ্র, দেবাশীষ রায়, বাপন নমসুদ্র। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মৃনাল নমসুদ্র জানান যে,টিভিতে এক সিনেমা দেখে সে এই রোবট তৈরি করার অনুপ্রেরণা পেয়েছে। দীর্ঘ প্রায় এক বছর কাজ করে যাওয়ার পর আজ এই সফলতা অর্জন করতে সে সক্ষম হয়েছে বলে জানায় মৃনাল।

এরপর বক্তব্য রাখেন নমঃশূদ্র পরিষদের চেয়ারম্যান সাধন রঞ্জন বিশ্বাস উনি বলেন মৃনাল নমসুদ্র আগামী দিনে আরও উন্নতি করবে এবং বরাকের নাম উজ্জ্বল করবে এবং উনারা সবসময় মৃণাল নমসুদ্রের পাশে থাকবেন বলে জানান। 

 

LEAVE A COMMENT

Comment