প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন নিলাম বাজারের এক মহিলা অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কুড়ি হাজার টাকা পরে মামলা দায়ের করা হল

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন নিলাম বাজারের এক মহিলা অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কুড়ি হাজার টাকা পরে মামলা দায়ের করা হল

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন নিলাম বাজারের এক মহিলা অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কুড়ি হাজার টাকা পরে মামলা দায়ের করা হল

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন নিলাম বাজারের এক মহিলা অ্যাকাউন্ট থেকে খোয়া গেল কুড়ি হাজার টাকা পরে মামলা দায়ের করা হল ।বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণ নিলাম বাজারের আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম-এ গ্রামীণ সহজ-সরল মহিলার সঙ্গে এটিএম প্রতারণায় ঘটনাটি সংঘটিত হয়  । অভিযোগ মতে নিলামবাজার জিপির হালঘাট গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের বাসিন্দা প্রয়াত নরোত্তম নাথের কন্যা সুকৃতি নাথের  নামে সদ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি আবার বরাদ্দ হয়েছে ।সম্প্রতি প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার মেসেজ পেয়ে হিতাধিকারি মহিলা তার একাউন্ট থেকে টাকা তোলার জন্য তার ছোটবোন শান্তি নাথকে  এটিএম-এ পাঠান ।জানা গেছে , পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের  নিলাম বাজার শাখায় থাকা অ্যাকাউন্ট এর এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য শান্তি নাথ ওইদিন সকালে আইসিআইসিআই ব্যাংকের এটিএম এ উপস্থিত হন। মেশিনে কার্ডটি ঢুকানোর পরেই ওই সময়ে এটিএম-এ উপস্থিত দুই যুবকের একজনকে কার্ডটি এটিএম মেশিনে থেকে বের করে ঠিক মতো ঢুকানো হয়নি বলে জানিয়ে সে সহায়তা করে টাকা তুলে দেওয়া প্রতিশ্রুতি দেয়। মুহূর্তের মধ্যে প্রতারণা করে সুকৃতি নাথের কার্ডটি বদল করে একই রঙের অন্য একটি কার্ড এটিএম মেশিনে ঢুকিয়ে মহিলার কার্ডটি নাকি ব্লক আছে বলে চলে যায়। এর কিছুক্ষন পরেই 10000 টাকা করে দুই কিস্তিতে কুড়ি হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি মোবাইলের মেসেজে অবগত হওয়ার পর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে অসহায় গরিব মহিলা । নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ওইদিনই ঘটনার বিস্তারিত জানিয়ে নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতারিত প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারি সুকৃতি নাথ।
 

LEAVE A COMMENT

Comment