কাছাড়ের অম্বিকাপুর জিপির বুধুরাইলে ধস পড়ে বহু লোকের ঘরবাড়ি ভেঙ্গে যায়। যাতায়াত এবং জনজীবন বিপর্যস্ত।

কাছাড়ের অম্বিকাপুর জিপির বুধুরাইলে ধস পড়ে বহু লোকের ঘরবাড়ি ভেঙ্গে যায়। যাতায়াত এবং জনজীবন বিপর্যস্ত।

কাছাড়ের অম্বিকাপুর জিপির বুধুরাইলে ধস পড়ে বহু লোকের ঘরবাড়ি ভেঙ্গে যায়। যাতায়াত এবং জনজীবন বিপর্যস্ত।


একদিকে আবারও বন্যায় প্লাবিত হতে যাচ্ছে গোটা বরাক উপত্যকা অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের কৃত্রিম বন্যায় প্লাবিত গোটা শিলচর শহর। কাছাড়ের অম্বিকাপুর জিপি বুধুরাইলে ধস পরে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। এতে জনজীবন বিপর্যস্ত এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাই আজ শিলচর বগতপুর লেঙ্কা মারুফ অর্গানাইজেশন ব্যবস্থাপনায় যাদের বাড়িতে ধস পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে তাই উনারা জে সি বি লাগিয়ে উদ্ধার কাজে লেগেছেন। ধস পড়ে যাওয়ায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।উপস্থিত ছিলেন অরগানাইজেশনের সভাপতি এবং অবিসি মোর্চার   কাছাড় জেলার সম্পাদক  বিমান সিনা,মুন্না সিনা,নবিন সিনা,সুবীর সিনা,রাজকুমার,সজল চন্দ, প্রণব দাস,বিধান সিনা, সহ-সম্পাদক সুরজিৎ সিনা,অর্গানাইজেশনের কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় লোকদের সাথে কথা বলতে গিয়ে উনারা বলেন উনাদের ঘরবাড়ি ধস পরে, উনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর ভেঙে যাওয়ার কারণে উনারা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়।এরপর বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সভাপতি বিমান সিনা উনি বলেন সব সময় সমাজের জন্য কাজ করবেন। এই বন্যার দুর্দিনে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে থাকবেন বলে জানান।

LEAVE A COMMENT

Comment