ভাঙ্গা বাজার কানাই বাবার আখড়া বন্যার জলের নীচে ।

ভাঙ্গা বাজার কানাই বাবার আখড়া বন্যার জলের নীচে ।

ভাঙ্গা বাজার কানাই বাবার আখড়া বন্যার জলের নীচে ।

ভাঙ্গা বাজার কানাই বাবার আখড়া বন্যার জলের নীচে ।বদরপুর বিধানসভা এলাকার ভাঙ্গা বাজার কানাই বাবা আখড়া বন্যার জলের নীচে কিছু অসহায় মানুষের খোঁজ খবর নিতে উপস্থিত হয়ে ছিলেন ভাঙ্গা বাজার এলাকায় সমাজসেবী আবুল হোসেন‌ তিনি বলেন মানুষ মানুষের জন্য দূর দিনে মানুষকে সাহায্য করা মানবজাতির কর্তব্য।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।আবুল জানান তাদের এই দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত মর্মাহত কারণ বরাক এবং কুশিয়ারা নদীর তাণ্ডবে সম্পূন্ন রূপে জলাশয় হয়ে গিয়েছে এই অঞ্চলটি।এই অঞ্চলের প্রায় ২৫ থেকে ৩০ টি পরিবার সম্পূন্ন রূপে জলের নীচে কিন্তু আফসোস তাদের কাছে গিয়ে আবুল হোসেন জানতে পারেন যে এখন পর্যন্ত জেলা প্রশাসক কিংবা কোনও বিভাগীয় কর্তিপক্ষ তাদের খোঁজ খবর নিতে আসেন নাই।আবুল হোসেন বলেন করিমগঞ্জ জেলা প্রশাসক তথা বদরপুর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন সকল সরকারি এবং সমাজকর্মীদের কে অনুরোধ করেন এই এলাকার মানুষের খোঁজ খবর নিয়ে তাদের কে এই দুর্দিনে যতটুক সম্ভব সহায়তা করার জন্য।বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন এই এলাকার মানুষকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য।

LEAVE A COMMENT

Comment