আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাক্রান্ত লোকেদের হাহাকার। জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী না দেওয়ায় অভিযোগ।

আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাক্রান্ত লোকেদের হাহাকার। জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী না দেওয়ায় অভিযোগ।

আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাক্রান্ত লোকেদের হাহাকার। জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী না দেওয়ায় অভিযোগ।

হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভার অন্তর্গত কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমশ জল বাড়তে থাকায় বন্য পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আরো কয়েকটি গ্ৰাম জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা থেকে জেলা প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ ভুক্তভোগী মানুষ। এই বিষয়ে খবর পেয়ে আজ এলাকা পরিদর্শনের জন্য সরজমিনে মাঠে নামলেন সাংসদ কৃপানাথ মালাহর হাইলাকান্দি জেলার প্রতিনিধি দিবেন্দু চন্দ,আলগাপুর বিধানসভা সমষ্টির সাংসদ প্রতিনিধি দিপক পাল, রেডক্রস সোসাইটির সদস্য মৃগেন দেব প্রমুখ। তারা আজ নৌকা করে সরজমিনে জানকি বাজারের নিকটবর্তী অনুকূল নগর,রায়গ্ৰাম,দাসগ্ৰাম, পলারপার ইত্যাদি বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন এবং বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন। ঐ এলাকার ভুক্তভোগী বন্যাক্রান্ত লোকেরা ক্ষোভের সঙ্গে সাংসদ প্রতিনিধি দিবেন্দু চন্দ মহাশয়ের কাছে অভিযোগ করে বলেন যে তারা বিগত পাঁচদিন ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। দিব্যেন্দু বাবু তাদের অভিযোগগুলো মন দিয়ে শুনেন এবং সঙ্গে সঙ্গে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহকে ফোনযোগে অবগত করেন এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে অতিসত্বর তাদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র খাদ্যসামগ্রী তেরপাল পশুখাদ্য ইত্যাদি যোগান দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
 

LEAVE A COMMENT

Comment