টি এস আইডেল পয়েন্ট যোগ দিবস পালন।

টি এস আইডেল পয়েন্ট যোগ দিবস পালন।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মঙ্গলবার বেসরকারী স্কুল টি এস আইডেল পয়েন্ট যোগ দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক রঘুমনি রাজবংশী পড়ুয়াদের বিভিন্ন ধরনের আসন ও প্রানায়ামের প্রশিক্ষণ দেন। তৎসঙ্গে স্কুলের অধ্যক্ষ সুরজীৎ সিনহা যোগাভ্যাসের প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পাশাপাশি শারীরিক মানসিক ও সামাজিক বিকাসের যোগাভ্যাসের গুরুত্ব অপরিসীম বলে মত প্রকাশ করেন। তাছাড়া ছাত্র-ছাত্রীদের প্রতিদিন যোগ ব্যায়াম করতে পরামর্শ দেন। এদিকে একই দিনে ফিউচার আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং গ্লোবাল ইনস্টিটিউট অফ ফিউচার টেকনোলজি উদোগে দুল্লভছড়া বিশ্ব হিন্দু পরিষদের প্রাঙ্গণে যোগ দিবস পালন করে। এতে প্রশিক্ষক ছিলেন হিরন্ময় দে উপস্থিত ছিলেন শিক্ষক শান্তনু কর ও ক্লাবের সদস্য অভিজিৎ সাহু ও গৌরব দে।
Comment