মাড়বাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে আয়নাখাল চা বাগান এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন।

মাড়বাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে আয়নাখাল চা বাগান এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন।

মাড়বাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে আয়নাখাল চা বাগান এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন।

মাড়বাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে আজ হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগান এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন করা হয়। এই উপলক্ষে আজ মাড়বাড়ি যুব মঞ্চের সভাপতি দিপক সারদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়নাখালের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন করা হয়। এরপর এক বার্তায় দিপকবাবু জানান যে এই প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যাক্রান্ত লোকেদের পাশে থেকে তাদেরকে যতদূর সম্ভব মাড়বাড়ী যুব মঞ্চের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে। আজকের এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি মাড়বাড়ি যুব মঞ্চের সভাপতি দিপক সারদা, সম্পাদক মোহিত সারদা, কোষাধ্যক্ষা সোনিকা সারদা, কার্যনির্বাহী সদস্য প্রিয়াঙ্কা সারদা, ঘনশ্যাম সারদা, মুকেশ সারদা,মেহেক সারদা,ওম ভারতী,বিটল সারদা, শ্রুতি সারদা প্রমুখ ব্যাক্তিবর্গ।
 

LEAVE A COMMENT

Comment