বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নগেন্দ্রনগর গাও পঞ্চায়েত ও গোবিন্দগঞ্জ গাও পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন।

বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নগেন্দ্রনগর গাও পঞ্চায়েত ও গোবিন্দগঞ্জ গাও পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন।

বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নগেন্দ্রনগর গাও পঞ্চায়েত ও গোবিন্দগঞ্জ গাও পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন।

 বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল আজ নগেন্দ্রনগর গাও পঞ্চায়েত এবং গোবিন্দগঞ্জ গাও পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন। এই উপলক্ষে আজ বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে এক প্রতিনিধিদল দক্ষিণ করিমগঞ্জ বিধান সভা সমষ্টির নগেন্দ্রনগর গাও পঞ্চায়েত ও গোবিন্দগঞ্জ গাও পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা ফাকুয়া,নয়ানবিন,সন্যাসিপাট্টা,কুদালিগ্রাম,মুকামটিলা, নগেন্দ্র নগর এবং নগেন্দ্র নগর চৌরঙ্গির শরনার্তি শিবির ,বৈরভনগর বশন্তপুর এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে রিলিফ বিতরণ সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এরপর এক বার্তায় বিজেপি নেত্রী শিপ্রা গুনে এবং রাজ্যিক এস সি মোর্চার কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাস জানান যে এই প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যাক্রান্ত লোকেদের পাশে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাবেন বলে বন্যাক্রান্ত লোকেদের আশ্বাস প্রদান করেন। আজকের এই বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনের প্রতিনিধিদলে ছিলেন বিজেপি নেত্রী শ্রীমতী শিপ্রা গুন,শনবিল বারৈগ্রাম মণ্ডলের প্রাক্তন সভাপতি রতিরঞ্জন দাস,ভারতীয় জনতা পার্টি, এসচি মোর্চা আসাম প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রঞ্জিত দাস, নগেন্দ্র নগর গাও পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি জয়মোহন দাস,এবং দলীয় কর্মকর্তাগন।
 

LEAVE A COMMENT

Comment