সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্দুকমারা দামছড়া এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বন্টণ।

সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্দুকমারা দামছড়া এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বন্টণ।

সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্দুকমারা দামছড়া এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রী বন্টণ।

সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার বন্দুকমারা দামছড়া এলাকার বন্যাক্রান্ত কিছু দুস্থ্য পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন করা হয়। এই উপলক্ষে আজ বেলা এগারোটার সময় সেবাদীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দে মহাশয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত প্রত্যন্ত বন্যাক্রান্ত অঞ্চল বন্দুকমারা দামছড়া এলাকার বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বণ্টন করা হয়। এই উপলক্ষে এক বার্তায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয়বাবু বলেন যে সেবাদীপ ফাউন্ডেশন এই প্রাকৃতিক দুর্যোগের সময় জেলার বন্যাক্রান্ত লোকেদের পাশে থাকবে। তিনি আরো বলেন যে এই সামান্য ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে কিছুটা হলেও বন্যাক্রান্ত লোকেদের দুঃখ দুর্দশা লাঘব করতে পারবে বলে তিনি মনে করেন। জেলার আরো কয়েকটি বন্যাক্রান্ত এলাকায়ও অভিযান চালানো হবে বলে জানান সঞ্জয়বাবু। আজকের এই ত্রাণসামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাদীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দে, সহ-সভাপতি সুবল দেবনাথ, কোষাধ্যক্ষ সজল দেবনাথ, সম্পাদক অমিত দাস,শ্যামসুন্দর রবিদাস, বাপ্পী দেবনাথ,নিতাই দেবরায়, ক্রীড়া সম্পাদক টিঙ্কু চন্দ,মানিক দেবনাথ,অমিত রায়,পান্না রায় প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment