লামাজুয়ার অস্থায়ী শরনার্তী শিবিরের অসায়দের পাশে দাড়ালো নেমসুর করিমগঞ্জ জেলা কমিটি।

লামাজুয়ার অস্থায়ী শরনার্তী শিবিরের অসায়দের পাশে দাড়ালো নেমসুর করিমগঞ্জ জেলা কমিটি।

লামাজুয়ার অস্থায়ী শরনার্তী শিবিরের অসায়দের পাশে দাড়ালো নেমসুর করিমগঞ্জ জেলা কমিটি।

লামাজুয়ার অস্থায়ী শরনার্তী শিবিরের অসায়দের পাশে দাড়ালো নেমসুর করিমগঞ্জ জেলা কমিটি।আজ উত্তর-পূর্বাঞ্চল সংখ্যালঘু ছাত্র সংস্থা (নেমসু) করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা, বদরপুর সমষ্টির অধীনস্থ বন্যায় আক্রান্ত লামাজুয়ার পুরো গ্রাম সহ অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সংস্থার পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তারা।  এতে শিবিরে থাকা অসহায় মানুষেরা সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও সামগ্রীগুলো উপযুক্তস্থানে পৌঁছে দিতে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেছেন ভাঙ্গা ইউনিভার্সেল কোচিং সেন্টারের স্বত্বাধিকারী জনাব ইমদাদুর রহমান (মুন্না)। ঐদিন পরিদর্শন কালে সংস্থার পক্ষ হইতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, কার্যকারী সদস্য নজরুল ইসলাম,ভাঙ্গা আঞ্চলিক নেমসু কমিটির সহ সভাপতি মুজিবুর রহমান, রেজাউল করিম আজাদ, নাসিম আহমেদ, আব্দুর রহমান, প্রমূখ।


তথ্যসূত্র ;  করিমগঞ্জ থেকে আফজল হোসেন। 

LEAVE A COMMENT

Comment