গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর পক্ষ থেকে মোহনপুর চৌরঙ্গী এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে দুইদিন ব্যাপী ত্রাণসামগ্রী বণ্টন।

গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর পক্ষ থেকে মোহনপুর চৌরঙ্গী এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে দুইদিন ব্যাপী ত্রাণসামগ্রী বণ্টন।

গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর পক্ষ থেকে মোহনপুর চৌরঙ্গী এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে দুইদিন ব্যাপী ত্রাণসামগ্রী বণ্টন।

 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর পক্ষ থেকে মোহনপুর চৌরঙ্গী এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে দুইদিন ব্যাপী ত্রাণসামগ্রী বণ্টন করা হয়। এই উপলক্ষে আজ আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর কর্ণধার সাব্বির আহমেদ মীরা সাহেবের নেতৃত্বে বিদ্যালয় পরিচালন সমিতির একটি প্রতিনিধি দল মোহনপুর চৌরঙ্গী এলাকার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্যদ্রব্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এখানে উল্লেখ্য যে প্রতিনিধি দলটি একাডেমির বন্যাক্রান্ত প্রতিজন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং ত্রাণসামগ্রীর মধ্যে লবন,মশরিডাল,মটর,চানা, ৫ টি আইটেমের বিস্কুট,চাপাতা,শষ্য তেল,লাক্স সাবান,পানীয় জল ইত্যাদি বন্টন করেন। তাছাড়াও গতকাল ও আজ লাগিয়ে দুইদিন ব্যাপী অন্যান্য বন্যাক্রান্ত লোকেদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এরপর গ্ৰাউথ এন্ড ইনোভেশন একাডেমীর কর্ণধার সাব্বির আহমেদ মীরা এক বার্তায় জানান যে আগামীকাল বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে বন্যাক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণসামগ্রীর সঙ্গে ৫ লিটার করে পানীয় জল দেওয়া হবে। তিনি আরো জানান যে প্রয়োজনবোধে বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে বন্যাক্রান্ত লোকেদের থাকা খাওয়ার জন্য আশ্রয় শিবির বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি এই বিষয়ে বন্যাক্রান্ত লোকেদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা সহ সরকারি রিলিফ প্রদানের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

LEAVE A COMMENT

Comment