এআইইউডিএফ দলের নেতা তথা প্রাক্তন মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভুইয়ার কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত।

এআইইউডিএফ দলের নেতা তথা প্রাক্তন মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভুইয়ার কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত।

এআইইউডিএফ দলের নেতা তথা প্রাক্তন মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভুইয়ার কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত।

 ২৭ জুলাই :- এআইইউডিএফ দলের নেতা তথা প্রাক্তন মধ্য হাইলাকান্দির বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভুইয়ার জাতীয় কংগ্রেস দলে যোগদানের সিদ্বান্ত। দলকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন বদরউদ্দিন আজমল। বিজেপির বিটিম হয়ে কাজ করছেন তিনি। বিজেপির কাছে প্রিয় হওয়ার জন্য মোহন ভগবতের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন তিনি। এআইইউডিএফ কে দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। আজ এক প্রেস বিবৃতিতে এমনই মন্তব্য করেন হাইলাকান্দি জেলার প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন। ২০০৬ ইংরেজিতে ইউডিএফ দলে যোগদান করেছিলেন তিনি। যদিও এ আইইউডিএফ থেকে একবার বিধায়ক হয়েছিলেন তবে ২০১৭ সালে দল ত্যাগ করেন। দীর্ঘ কয়েক বছর উনাকে রাজনৈতিক ময়দানে দেখা না গেলেও এবার  কংগ্রেসের যোগদান করার কথা প্রকাশে এসেছে তার। পাঁচ বছর হয়ে গেল কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তবে কেনই বা এখন তিনি রাজনৈতিক দলে যোগদান করছেন? তাহলে কি পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রাতৃত্বের দৌড়ে রয়েছেন তিনি? এ নিয়ে জনগণের মধ্যে উঠে এসেছে নানান ধরনের প্রশ্ন। সব প্রশ্নের উত্তর জানা যাবে তার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদানের পর।

 

LEAVE A COMMENT

Comment