চোট উপেক্ষা করে সিঙ্গেলস প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন পি .ভি. সিন্ধু

চোট উপেক্ষা করে সিঙ্গেলস প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধু
চলতি কমনওয়েলথ গেমসের শেষ দিনের শুরুটা জমিয়ে দিলেন পিভি সিন্ধু কানাডার মিশেল লি-কে স্ট্রেট গেমে হারিয়ে কমনওয়েলথ গেমসের সিঙ্গলস ইভেন্টে প্রথম সোনা জিতলেন অলিপিক্সে জোড়া পদকজয়ী
ভারতের এই তারকা শাটলারতাও আবার কাফ মাশলের চোট উপেক্ষা করে জিতলেন তিনি। মাত্র ৪৮ মিনিটের একপেশে মেগা ফাইনালের স্কোর লাইন সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১৩। আর এই জয়ের ফলে এ বারের কমনওয়েলথে এখনও পর্যন্ত ১৯টি সোনা পেল ভারত। মোট পদক সংখ্যা এখনও পর্যন্ত ৫৬।
কয়েক দিন আগে মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন। তবে কেরিয়ারে একাধিক আন্তর্জাতিক ট্রফি জেতার সিন্ধুর ক্যাবিনেটে ব্যক্তিগত ইভেন্টে সোনা অধরা ছিল। সেই অধরা স্বপ্ন সোমবারের লড়াইয়ে পূরণ করে এ বার বার্মিংহামে 'সিন্ধু সভ্যতা' গড়লেন এই তারকা। চার বছর আগে ভারতের আর এক তারকাসাইনা নেহওয়ালের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। রুপো নিয়ে কোর্ট ছেড়েছিলেন তিনি। তবে এ বার আর ভুল করলেন না।
Comment