শেষরক্ষা হল না! গরুপাচার মামলায় CBI হাতে আটক অনুব্রত মণ্ডল

শেষরক্ষা হল না! গরুপাচার মামলায় CBI হাতে আটক অনুব্রত মণ্ডল

শেষরক্ষা হল না! গরুপাচার মামলায় CBI হাতে আটক অনুব্রত মণ্ডল

বারবার হাজিরা এড়িয়েও এবার আর শেষরক্ষা হল না। শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গরু পাচার মামলায় আটক হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন সকালেই সিবিআই-এর বিশাল বাহিনী অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে হানা দেয়।এরপর টানা একঘণ্টা পরে গ্রেফতার হন বীরভূমের এই দাপুটে নেতা। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে আজ আসানসোল আদালতে তোলা হবে।জানা গিয়েছে, গরু পাচার মামলায় তদন্তে অসহযোগিতার কারণেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এদিন অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার ৪৫ মিনিট কেটে গেলেও, অনুব্রত মণ্ডলের নাগাল পাননি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকেরা। অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করছেন না বলেও অভিযোগ ওঠে। প্রথমে অনুব্রতর ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এরপর জোর করেই অনুব্রতর ঘরে ঢোকেন তাঁরা এবং তাঁকে গ্রেফতারি পরোয়ানায় সই করিয়ে, তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

সূত্রের খবর, আজ গ্রেফতারের পর অনুব্রত মণ্ডলকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই সূত্রে খবর, আজ অনুব্রত মণ্ডলকে প্রথমবার অভিযুক্ত হিসেবে নোটিস দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে তাঁকে ১০ বার সাক্ষী হিসেবে নোটিস দেওয়া হয়েছিল। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। এদিকে, সিবিআই তাঁকে তলব করলেও, বারবার আইনজীবীর মারফত্‍ অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। কিন্তু সিবিআই-এর ১০ তম নোটিস পাওয়ার পর থেকেই কার্যত মানসিকভাবে বিধ্বস্ত অনুব্রত মণ্ডল। তাছাড়া এবার আর এসএসকেএম- এর চিকিত্‍সকদের পক্ষ থেকেও রক্ষাকবচ মেলেনি। সোমবার সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএম-এ গেলেও, হাসপাতাল থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁর শারীরিক নানা সমস্যা থাকলেও, ভর্তির প্রয়োজন নেই।

LEAVE A COMMENT

Comment