অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জিম্বাবয়ে সফরে রওনা হলেন শাহবাজ আহমেদ

অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জিম্বাবয়ে সফরে রওনা হলেন শাহবাজ আহমেদ

অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জিম্বাবয়ে সফরে রওনা হলেন শাহবাজ আহমেদ

অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ আহমেদ।আসন্ন জিম্বাবওয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার এই অলরাউন্ডার। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে চোট পান আর এক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, আর তার পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেলেন শাহবাজ ।

এই সুযোগ পাওয়াটাকে স্বপ্নপূরণ মনে করছেন শাহবাজ। সিএবি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্‍কারে শাহবাজ বলেছেন, "যারা ক্রিকেট খেলে তারা প্রত্যেকে ভারতের জার্সি পড়তে চায়। ভারতীয় দলে ডাক পাওয়াটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মত। যখনই আমি বাংলার হয়ে খেলেছি, আমি নিজের সর্বস্ব উজার করে দিয়েছি। বাংলা দল আমার উপর ভরসা রেখেছিল। সুযোগ পেলে আমি চেষ্টা করবো , আমার অলরাউন্ডার পারফরম্যান্স মধ্যে দিয়ে আমি সব ম্যাচ জিতিয়ে ফিরতে। এবং আমি আশা করব দল আমার উপর সবসময় ভরসা রাখবে।" এছাড়া তিনি আরো বলেন সিএবি, বিশেষ করে কর্মকর্তারা আমার উপর সর্বদা আস্থা রেখেছেন। আমার প্রশিক্ষক ও আমার দলের সতীর্থরা প্রত্যেকে আমার জন্য অনেক বড় অবদান রেখেছেন এই জায়গায় পৌঁছনোর জন্য। আমি ওনাদের কাছে ঋণী।"

LEAVE A COMMENT

Comment