দশ উইকেটে জিম্বাবোয়েকে হারল টিম ইন্ডিয়া

দশ উইকেটে জিম্বাবোয়েকে  হারল টিম ইন্ডিয়া

দশ উইকেটে জিম্বাবোয়েকে হারল টিম ইন্ডিয়া

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই জয়ের স্বাদ পেল ভারতীয় শিবির। প্রতিপক্ষকে তারা ১০ উইকেটে পরাজিত করল হোম টিম। জয়ের জন্য কে.এল.রাহুল নেতৃত্বাধীন " মেন ইন ব্লু" টার্গেট হিসাবে দাঁড়িয়েছিল মাত্র ১৯০ রান। ৩১ ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ পকেটে পুড়ে নেয় ভারত। ধাওয়ান - শুভমন গিলের ওপেনিং জুটিতে সহজেই জয়ের স্টেশনে পৌঁছে যায়। ম্যাঠে নামার পর থেকে মারমুখী হয়ে ওঠেন দুই ওপেনার।জিম্বাবোয়ের একজন বোলারও এই দুইকে কোনওভাবেই নাস্তানাবুদ করতে পারেনি।তবে জিম্বাবোয়েকে কম রানে বেঁধে রাখার কারিগর ছিল বোলিং শক্তি। চোট সাড়িয়ে ফিরে আসা দীপক চাহার নিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকটে সংগ্রহ করেন অক্ষর প্যাটেল এবং প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে হোম টিমের একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়ন রাস্তা ধরেন। ফলে ভারতের জয়ের রাস্তা অনেকটাই প্রশস্ত হয়। ধাওয়ান করেন ৮১ রান। তাকে যোগ্য সঙ্গত দেয় শুভমন গিল। করেন ৮২ রান। ফলে, ভারতীয় শিবিরকে এই জয় পেতে খুব বেশি সময় ব্যয় করতে হয়নি। ভারতীয় বোলারদের কাছে জিম্বাবোয়ের ব্যাটাসম্যান যেমন আত্মসমর্পণ করতে দেখা গেল, তেমনি বোলিংয়েও তার অন্যথা হল না। কাইয়া, মারুমানি, মাধেভেরে, উইলিয়ামস কেউ রান পাননি। মাত্র ৩১ রানে ৪ উইকেট পড়ে যায় হোম টিম। প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় শিবির যে বাড়তি অক্সিজেন পেল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

LEAVE A COMMENT

Comment