অবতরণের সময় ফ্লাইটে দুই পাইলট ঘুমিয়ে পড়েন , তারপর কি কাণ্ড জেনে নিন ক্লিক করে

অবতরণের সময় ফ্লাইটে দুই পাইলট ঘুমিয়ে পড়েন , তারপর কি কাণ্ড জেনে নিন ক্লিক করে

অবতরণের সময় ফ্লাইটে দুই পাইলট ঘুমিয়ে পড়েন , তারপর কি কাণ্ড জেনে নিন ক্লিক করে

ফ্লাইট অবতরণের আগে দুই পাইলট ঘুমিয়ে পড়েছিলেন , বিমানটি 'অটোপাইলট মোড' চলছিল । এরপর অ্যালার্ম বেজে উঠলে হঠাৎ ঘুম ভেঙে যায় দুজনেরই । এটিসিও উভয় পাইলট সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল কিন্তু পারেনি । এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা । এর আগে এপ্রিল মাসে একই ধরনের ঘটনা সামনে এসেছিল । আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ ঘটনা । একটি ফ্লাইট ইথিওপিয়া থেকে অবতরণের করার পর জানা যায় যে ফ্লাইটে থাকা দুই পাইলট ঘুমিয়ে পড়েছিলেন । ফ্লাইটটি ' ' ' অটোপাইলট মোডে উড়ছিল । তবে সৌভাগ্যক্রমে বড় কোনো দূর্ঘটনা ঘটেনি । কারণ ফ্লাইটি নির্ধারিত রানওয়ে তে অবতরণ করেনি । ফ্লাইট নম্বর ET343 সুদানের রাজধানী খার্তুম থেকে ইথিওপিয়া রাজধানী আদ্দিস আবাবায় আসছিল ।

LEAVE A COMMENT

Comment