প্রাথমিক স্তরে বিজ্ঞান ও গনিত ইংরেজি মাধ্যমে পড়ানোর সরকারি সিদ্ধান্তকে সম্পুর্ন সমর্থন করি - প্রদীপ দত্তরায়।

প্রাথমিক স্তরে বিজ্ঞান ও গনিত ইংরেজি মাধ্যমে পড়ানোর সরকারি সিদ্ধান্তকে সম্পুর্ন সমর্থন করি - প্রদীপ দত্তরায়।

প্রাথমিক স্তরে বিজ্ঞান ও গনিত ইংরেজি মাধ্যমে পড়ানোর সরকারি সিদ্ধান্তকে সম্পুর্ন সমর্থন করি - প্রদীপ দত্তরায়।

সরকারি স্কুলে মাধ্যমিক অব্দি বিজ্ঞান ও গনিত এই দুটি বিষয়কে ইংরেজিতে পড়ানোর সুপারিশ করেছেন সরকার যা নিয়ে বিতর্ক চলছে। এনিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে দেখা যাচ্ছে যে এই প্রস্তাবের মুল বিরোধীতায় নেমেছে আসু। তিনি বলেন তাঁর মনে হয়না ছাত্র সমাজ ও রাজ্যের জনগন এই ইস্যুতে আসুকে সমর্থন করছেন বলে। তিনি বলেন আমাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যাপারটি বিবেচনা করতে হবে। তিনি বলেন আমি নিশ্চিত যে আসুর নেতা সহ যেসব বুদ্ধিজীবীরা এই ব্যাপারে বিরোধীতা করছেন তাদের সবার সন্তান সন্ততিকে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন। তাহলে শুধু সরকারি স্কুলের ছাত্ররা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন ? তিনি বলেন যে গনিত ও বিজ্ঞান এই দুটি বিষয় ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সহ বিভিন্ন পেশাদারী শিক্ষাক্রমের ক্ষেত্রে দরকার হয় এবং যারা এইসব বিষয়কে পেশা হিসেবে  নিতে  আগ্রহী তারা উক্ত বিষয় দুটি প্রাথমিক স্তর থেকে ইংরেজিতে পড়লে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন বলেই তিনি মনে করেন।তাই সরকারি স্কুলের ছাত্রদের এই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয় এবং সেজন্যই সরকারি এই সিদ্ধান্তে  সমর্থন করছেন বলে জানান তিনি। প্রদীপ বাবু আরো বলেন যে উগ্র অসমিয়া জাতীয়তাবাদকে হাতিয়ার করে আসু সহ কিছু সংগঠন অনেক দিন ধরে আসামে ব্যাবসা চালিয়ে আসছে। এবং এই ইস্যুতে তাঁদের বিরোধীতা সেই ব্যাবসাকে চালু রাখার জন্যই। তিনি বলেন অন্যথা সমুজ্জ্বল সহ আসুর অনেক নেতার ষাটোর্ধ্ব বয়েস। এই বয়সে ছাত্র রাজনীতি করার কি কোন অধিকার আছে? তিনি বলেন তিনি নিজে আসাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশবছর আন্দোলন করেছেন। কিন্তু যেদিন এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সেদিনই পদ থেকে ইস্তফা দিয়েছেন । তিনি বলেন মানুষের আবেগকে পুঁজি করে  আসলে চাঁদা আর তোলাবাজির মাধ্যমে আসুর নেতারা কোটি কোটি টাকা রোজগার করছেন। তিনি আরো বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনেরও কারণও এই উগ্র জাতীয়তাবাদী সংগঠন কারণ আশির দশকে বরাকের ছাত্র ছাত্রীরা গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আসু নেতারা তাদের নথিপত্র ছিড়ে ফেলতেন, তাঁদের শারিরীক নিগ্রহ করা হত। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন যে একমাত্র এইজন্যই তাঁরা পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলেন। প্রদীপ দত্তরায় বলেন যে আশির দশকের বঙাল খেদা আন্দোলনের সময় হিন্দু মুসলিম নির্বিশেষে অসংখ্য বাঙালি আসুর ক্যাডারদের হাতে প্রাণ দিয়েছেন। এসব এই রাজ্যকে সারা পৃথিবীর কাছে কলঙ্কিত করেছে। কিন্ত তার প্রশ্ন  যে আজ অব্দি কতজন বহিরাগতকে আসু শনাক্ত বা বহিস্কার করতে পেরেছে ? প্রদীপ বাবু বলেন যে আসুর এইসব মেকী জাতিয়তাবাদকে এখন আর রাজ্যের জনগন সমর্থন করেন না এবং তাই তিনি আশা করেন বরাক সহ রাজ্যের জনগন সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিবেচনা ও সমর্থ করবেন।

LEAVE A COMMENT

Comment