আগের ম্যাচে ভুল শুধরে জয়ের স্টেশনে পৌঁছাতে মারিয়া এটিকে মোহনবাগান

আগের ম্যাচে ভুল শুধরে জয়ের স্টেশনে পৌঁছাতে মারিয়া এটিকে মোহনবাগান

আগের ম্যাচে ভুল শুধরে জয়ের স্টেশনে পৌঁছাতে মারিয়া এটিকে মোহনবাগান

মরশুম শুরুতেই বল গড়াতেই সমস্যায় এটিকে মোহনবাগান।ডুরান্ড কাপের প্রথম ম্যাচে অখ্যাত অচেনা রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়েছে সবুজ-মেরুনকে । পাশাপাশি নবাগত দুই বিদেশি ব্র্যান্ডল হামিল এবং ফ্লোরেন্তিন পোগবা যে ভারতের আবহাওয়ায় এখনও মানিয়ে নিতে পারেননি, সেটা স্পষ্ট । সবমিলিয়ে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মুম্বই এফসি'র বিরুদ্ধে নামার আগে বেকায়দায় বাগান কোচ জুয়ান ফেরান্দো । মরশুমের প্রথম টুর্নামেন্ট হওয়ায় ডুরান্ডকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না স্প্যানিশ কোচ । বরং তাঁর লক্ষ্য এএফসি কাপ এবং আইএসএলের আগে দলকে গুছিয়ে নেওয়া। কিন্তু দলের নড়বড়ে অবস্থা দেখে সদস্য ও সমর্থকদের বেশ চিন্তায় রাখছে।উল্লেখ্য, প্রথম ম্যাচে গোল করে এগিয়ে যাওয়ার সুবিধা বেশিক্ষণ এটিকে মোহনবাগান ধরে রাখতে পারেনি। রক্ষণভাগে বোঝাপড়ার অভাব কাজে লাগিয়ে তিনবারই বাজিমাত করেছে অচেনা রাজস্থান। তাদের বাজিমাতের ছবি এবং সবুজ-মেরুনের অসহায়তা মুম্বই এফসির নোটবুকে ইতিমধ্যে উঠে পড়েছে। তাছাড়া কার্যত পূর্ণশক্তির দল নিয়েই ডুরান্ড কাপ খেলতে এসেছে তারা। নৌ-সেনার বিরুদ্ধে চার গোলে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী বাকিংহ্যামের ছেলেদের । আইল্যান্ডারদের বিরুদ্ধে কাজটা সহজ হবে না, তা জানেন ফেরান্দো। স্প্যানিশ কোচ বলেন, "মুম্বই সিটি এফসি পুরো শক্তি নিয়ে খেলতে এসেছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। তবে আমার দলের চরিত্র আমি জানি। এএফসি কাপে তা প্রমাণিত। কোনও চাপ নেই আমাদের। গোলের সুযোগ তৈরি হচ্ছে। সেগুলোকে কাজে লাগালেই হবে । তবে এখন সবমিলিয়ে বলতে গেলে ফেরেন্দোর সামনে আজ অগ্নিপরীক্ষা । তিনি কি পারবেন বিপদ সংকুল পালতোলা নৌকার গতিপথ পরিবর্তন করে সঠিকপথে নিয়ে আসতে?

LEAVE A COMMENT

Comment