বড়খলার মহালক্ষ্মী পেট্রোল পাম্পে গ্ৰাহক প্রতারনার অভিযোগ।

বড়খলার মহালক্ষ্মী পেট্রোল পাম্পে গ্ৰাহক প্রতারনার অভিযোগ।
সিপ্রীয়ান ডায়াস। হাইলাকান্দি। ২৫ আগষ্ট :-
পেট্রোল পাম্পে পেট্রোল কমদিয়েও রেহাই মেলেনি। হাতেনাতে ধরে ফেললেন গ্রাহক। ঘটনাটি গটেছে বড়খলার ডলু এলাকার মহালক্ষ্মী পেট্রোলপাম্পে। পেট্রোলপাম্পে গ্রাহকদের সাথে প্রতারণা এক স্বাভাবিক হয়ে উঠেছে।আজকাল পেট্রোলপাম্পেও চলছে প্রতারণা, কাছাড়ে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল
লরি ও ডিজেল অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আইনারকাল
কম দিয়ে টকানোর অভিযোগে অনেক পেট্রোল পাম্প অভিযুক্ত হয়েছিল।এবার বড়খলা সমষ্টির ডলু এলাকার মহালক্ষ্মী পেট্রোলপাম্প একই অভিযোগে নথিভুক্ত হয়েছে।বুধবার পেট্রোল কমদিয়ে গ্রাহককে টকানোর ফান্ধি করলেও হাতেনাতে ধরে ফেললেন গ্রাহক, ঘটনাটি বুধবার আনুমানিক দশ ঘটিকায় ফজল হোসেন মোটর সাইকেল নিয়ে পেট্রোলপাম্পে গেলে ২১০ টাকার পেট্রোল ক্রয় করেন। তেলের ট্যাঙ্কিতে পাঁচশো গ্রাম পেট্রোল দেয়।এতে তর্ক বির্তকের পর, মটরসাইকেলের ট্যাঙ্কি থেকে তেল বের করে দেখা যায় সাতশোগ্রাম তেল,এতে ফজল উদ্দিন ক্ষুদ্ধ হয়ে সংবাদকর্মীদের কাছে তার অভিযোগ তুলে ধরে এই পেট্রোলপাম্পে গ্রাহক টকানোর কথা বলেন।পরে বড়খলা থানায় খবর দেওয়া হয়,কিছু সময় পর বড়খলা থানার এ এস আই রঞ্জিত পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।উপস্থিত গ্রাহকরা দাবি তুলেন এই পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করার দাবি তুলেন।কারণ দীর্ঘ দিন থেকে এভাবে অবৈধভাবে তেল কম দিয়ে গ্রাহকদেরকে টকাচ্ছেন।
এদিকে অজ্ঞাত কারণে এবং নানা চাপের মুখে পড়ে ফজল উদ্দিন মামলা করেন নি।কিন্তু পুলিশ এবিষয়ে একটি ডাইরি নথিভুক্ত করেছে।এব্যাপারে পাম্প ম্যানেজার স্বপনদাসের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদনে।
Comment