আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সেন্টার হাইলাকান্দিতে দেওয়ার দাবিতে হাইলাকান্দি শহীদ বেদীর সম্মুখে

আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সেন্টার হাইলাকান্দিতে দেওয়ার দাবিতে হাইলাকান্দি শহীদ বেদীর সম্মুখে

বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের আমরন অনশন।

সিপ্রীয়ান ডায়াস। হাইলাকান্দি। ২৪ আগষ্ট :-

আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সেন্টার হাইলাকান্দিতে দেওয়ার দাবিতে শহীদ বেদীর সম্মুখে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের আমরন অনশন। এই উপলক্ষে আজ বেলা ১১ টার সময় হাইলাকান্দির শহীদ বেদীর সম্মুখে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা ধর্ণা প্রদর্শন করে আমরন অনশনে বসে। তাদের একটাই দাবি আগামী ২৮ আগষ্টে অনুষ্ঠিতব্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তির পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি জেলাতে দিতে হবে। এই উপলক্ষে আজ এক বার্তায় আমরন অনশনরত ছাত্রদের নেতা তথা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজা বড়ভুইয়া সাংবাদিকদের জানান যে প্রতিবারই নিযুক্তি সংক্রান্ত পরীক্ষার কেন্দ্র বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরে দেওয়ায় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাকে উপেক্ষা করা হচ্ছে। এতে এই দুই জেলার লক্ষাধিক পরীক্ষার্থী বিভিন্ন ট্রাফিক ও যানজট সমষ্যার জন্য পরীক্ষার নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছতে পারছে না এবং নিযুক্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিক্ষিত যুবক যুবতীদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাছাড়াও কিছু সংখ্যক পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিজের প্রাণ হারাচ্ছেন। তাই তিনি অবিলম্বে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতে নিযুক্তি সংক্রান্ত পরীক্ষার কেন্দ্র স্থাপন করা সহ বিগত দিনে পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার মৃতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। একসময় ছাত্রদের আমরন অনশনে তাদের শারীরিক অবস্থার অবনতি হবার পর্যায়ে চলে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছুটে আসেন সদর চক্র আধিকারিক ডেভিড বরা ও সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী।

বড়খলার মহালক্ষ্মী পেট্রোল পাম্পে গ্ৰাহক প্রতারনার অভিযোগ। 

তারা অনসনরত ছাত্রদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিলে ছাত্ররা তাদের আমরন অনশন প্রত্যাহার করে নেন। এখানে উল্লেখ্য যে আজ অনসনরত ছাত্রদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্য বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র সদর চক্র আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট ডেভিড বরার হাতে দেওয়া হয়। আজকের এই আমরন অনশনে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজা বড়ভুইয়া,রয়েল জুনিয়র কলেজের ছাত্র কয়েস মজুমদার,হাসান লস্কর,এসএস কলেজের ছাত্র মুর্সেদ মজুমদার ও অন্যান্য ছাত্ররা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদনে।

এখানে ক্লিক করে অ্যামাজনে ঘুরে আসুন 

 

LEAVE A COMMENT

Comment