বিমানবন্দরে কোকেন সহ গ্ৰেপ্তার ১

বিমানবন্দরে কোকেন সহ গ্ৰেপ্তার ১

বিমানবন্দরে কোকেন সহ গ্ৰেপ্তার ১

কোকেন সহ কলকাতা বিমানবন্দরে এক যুবককে গ্রেফতার (Arrest) করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম পাওলো সিজার ফিনহেরিও বাস্টরস। ধৃতের কাছে থেকে উদ্ধার ৪৪টি কোকেন ক্যাপসুল যার ওজন প্রায় পাঁচশো গ্রাম।নারকোটিক্স সূত্রের খবর, চলতি মাসের ১২ তারিখ ব্রাজিলের বাসিন্দা পাওলো সিজার ফিনহেরিও বাস্টরস দুবাই থেকে কলকাতা এয়ারপোর্টে অবতরণ করে। এই ব্রাজিলের বাসিন্দা যুবক ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে আসে। কলকাতা বিমানবন্দরে আসার পর তার অসহ্য পেটে ব্যথা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর হসপিটালে নিয়ে যাওয়ার পর ব্রাজিলের বাসিন্দার পেটের এক্সরে হয় এবং এক্সরের মধ্যে দেখা যায় তার পেটের মধ্যে ক্যাপসুলের মতন একটি জিনিস আছে এবং সেই ব্রাজিলের বাসিন্দাকে এসএসকেএম স্থানান্তরিত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অস্ত্রপ্রচার হয় তার পেট থেকে ৪৪টি ইয়েলো ক্যাপসুল বের হয়। পরে সেই ক্যাপসুলগুলো কে খুলে দেখে তার মধ্যে কোকেন পাওয়া যায়। যার ওজন প্রায় ৫০০ গ্রাম।তারপরে ব্রাজিলের বাসিন্দা ওই যুবককে কোকেন সহ নারকোটিক্স ডিপার্টমেন্ট এর হাতে তুলে দেওয়া হয়। আজ নারকোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা বারাসাত আদালতে পেশ করা হলে বিচারকরা তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এই কোকেন কোথায় পাচার করা হচ্ছিলো এবং এর সঙ্গে কারা যুক্ত ছিল তা সমস্ত কিছু জানতে চাইছে অফিসাররা ।

LEAVE A COMMENT

Comment