লসনে ডায়মন্ড লিগে প্রথম থ্রোয়েই সেরা নীরজ চোপড়া

লসনে ডায়মন্ড লিগে প্রথম থ্রোয়েই সেরা নীরজ চোপড়া
চোটের জন্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নামতে পারেননি। লসেন ডায়মন্ড লিগে ফিরেই সেরা। প্রথম থ্রো করলেন ৮৯.০৮ মিটার। এক থ্রোয়েই শীর্ষস্থানে নীরজ চোপড়া । আবারও ইতিহাস। প্রথমবার ডায়মন্ড লিগের কোনও সংস্করণে শীর্ষস্থানে ভারতীয় অ্যাথলিট। লসেনে শীর্ষে অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ। মাস খানেক আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক এনেছিলেন নীরজ। চোট নিয়েই খেলেছিলেন ফাইনালে। যার জেরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিতে বাধ্য হন নীরজ। লসেন ডায়মন্ড লিগেও তাঁর নামা নিয়ে সংশয় ছিল। এদিনের পারফরম্যান্সে জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালেও যোগ্যতা অর্জন করলেন নীরজ। ৬-৭ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল জুরিখে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই জার্মানিতে রিহ্যাব প্রক্রিয়া শুরু হয় নীরজের। মেডিক্যাল টিমের তরফে নীরজকে এক মাস বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল ।নীরজ চোপড়ার আগে ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া একমাত্র ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগে শীর্ষ তিনে শেষ করেছিলেন। তিনি দু-বার দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন।লসেনে শীর্ষস্থান দখল করে গর্বিত নীরজ চোপড়া বলেন, ‘আজকের ফলে আমি খুবই খুশি। ৮৯ মিটার আমার কাছে ভালো পারফরম্যান্স। বিশেষত এ কারণেই ভালো লাগছে, চোট থেকে ফিরে এই পারফর্ম করতে পেরেছি। আজকের পারফরম্যান্সে এটুকু বুঝতে পারছি, আমি দ্রুত সেরে উঠছি। চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এখানে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারলাম। আশা করছি, জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে আরও ভালো পারফর্ম করতে পারব।’
Comment