পি এম ওয়াইয়ের অধীনে ঘর বণ্টনের ক্ষেত্রে বিরাট দুর্ণীতি

পি এম ওয়াইয়ের অধীনে ঘর বণ্টনের ক্ষেত্রে বিরাট দুর্ণীতি

প্রতিবাদে সরব বাঙ্গালী ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি।

সিপ্রীয়ান ডায়াস। হাইলাকান্দি। ২৭ আগষ্ট:- পি এম ওয়াইয়ের ক্ষেত্রে বিরাট দুর্ণীতি। প্রতিবাদে সরব বাঙ্গালী ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি। এই উপলক্ষে আজ হাইলাকান্দি শহরের রতনপুর রোডস্থিত বাঙ্গালী ছাত্র যুব ফোরামের কেন্দ্রীয় কার্য‍্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে পঞ্চায়েত রাজের নানা দূর্ণীনিতির করুণ চিত্র তুলে ধরন। তিনি বলেন পিএমএ ওয়াইর অর্থ প্রদানে প্রথম কিস্তির  পর দ্ধিতীয় কিস্তির অর্থ পেতে মাসের পর মাস  অপেক্ষা করতে হচ্ছে হিতাধিকারীদের। এছাড়া, জি আর এস এবং কম্পুটার এসিষ্টেণ্টয়ের গড়িমশিতে কাজ সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন । প্রদত্ত প্রকল্পে হিতাধিকারীদের আর আটারো হাজার টাকা দেওয়ার নিয়ম থাকলে ও কম্পিউটার এসিসষ্টেণ্ট মেহবুব আলম চৌধুরীর অনিহা প্রকাশ ও সময় মতো  ডিমান্ড প্রদান থেকে বিরত থাকায় ঘরের কাজ সম্পন্ন করা দুসাধ‍্য হচ্ছে বলে আলি হোসেন মীরা উদ্বেগ প্রকাশ করেন । প্রধানমন্ত্রী র আবাস যোজনার ঘরের হিতাধিকারীদের  প্রতি বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন আলি হোসেন মীরা। হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিককে অন্ধকারে রেখে নানা টালবাহানায় প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত । এনিয়ে জেলা উপায়ূক্ত, সিইও সহ পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত মন্ত্রী র হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের সভাপতি আলি হোসেন মীরা। পাশাপাশি কাজের নামে টালবাহানা ও প্রহসনকারী কম্পিউটার এসিসণ্টেণ্ট এবং জিআরএসের বিরুদ্ধে ম‍্যাজিস্টেট পয‍্যায়ের তদন্ত দাবি করে পনেরো দিনের সময় সীমা বেধে দিয়ে চরম হূসীয়ারি দিয়েছেন আলি হোসেন মীরা । তা না হলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুমকি দিয়েছেন তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের লালা ব্লক কমিটির সভাপতি ফয়েজ আহমেদ বড়ভুইয়া,জেলা কমিটির সহ সভাপতি কমরুল ইসলাম লস্কর, মুখ্য উপদেষ্টা সিপ্রীয়ান ডায়াস, উপদেষ্টা তাজ উদ্দিন লস্কর প্রমুখ ব্যাক্তিবর্গ।

LEAVE A COMMENT

Comment