শারদোৎসব সম্পন্ন; টি এস আর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্টের শুভেচ্ছা

শারদোৎসব সম্পন্ন; টি এস আর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্টের শুভেচ্ছা

শারদোৎসব সম্পন্ন; টি এস আর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্টের শুভেচ্ছা

শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে শারদোৎসবে অংশগ্রহণ করেছেন।টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তর রামচন্দ্রঘাটেও ব্যাপক সংখ্যক দর্শনার্থী কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসের অনুকরণে তৈরি দৃষ্টিনন্দন শারদ মন্ডপ  দেখার জন্য ভীড় করেছেন।টি এস আর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী এক বার্তায় খোয়াইবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছেন।একইসাথে তিনি বাহিনীর সকল আধিকারিক, জওয়ান সহ এদের পরিবার পরিজনদেরও বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান।মন্ডপ তৈরির কাজে নিয়োজিত জওয়ানদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।আগামীদিনগুলোতেও শারদোৎসবের আয়োজনে ব্যাপক অংশের মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করেছেন কমান্ডেন্ট।

LEAVE A COMMENT

Comment