আজ আট বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত।।

আজ আট বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত।।

আজ আট বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত।।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও পুলিশের হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া আট বাংলাদেশিকে শনিবার সকালে তাদেরকে বাংলাদেশে পাঠানো হল। সাজা ভোগের পর প্রত্যেক বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আদালত নির্দেশ দেয়। আজ উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষ করে করিমগঞ্জের সুতারকান্দির আন্তর্জাতিক শুল্ক বন্দর দিয়ে আট বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হল। ফেরত পাঠানো বাংলাদেশি শিলচর কারাগারে বন্ধী হয়ে ছিলেন ছয় জন এবং কামরুপ জেলার দুই জন। শিলচর কারাগারে বন্ধী থাকা থাকা ছয় জনের মধ্যে পাঁছ জনকে করিমগঞ্জ পুলিশ ও বিএসএফে আটক করে ছিল। অবশেষে সাজা ভোগের পর শনিবার তাদেরকে সুতারকান্দি শুল্ক বন্দর দিয়ে বাংলাদেশের বিজিবি হাতে সমঝে দিল ভারতের বিএসএফ ও পুলিশ।

Reported by Riazur Sodial.

LEAVE A COMMENT

Comment