হাইলাকান্দি লালা রোড যেন মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

হাইলাকান্দি লালা রোড যেন মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

হাইলাকান্দি লালা রোড যেন মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

নাবালিকাকে ধর্ষণ করে লাল ঘরে একজন ভন্ড মৌলভী, হায়রে একি অবস্থা যা দেখলে আপনিও চমকে উঠবেন, এক্ষুনি ক্লিক করে দেখে নিন।

আলগাপুর পুলিশের বিরাট সাফল্য, এমন কি ঘটলো এক্ষুনি ক্লিক করে দেখে নিন।

হাইলাকান্দি লালা রোড যেন মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পথচলতি নাবালকের। ঘটনাটি সংঘটিত হয়েছে জেলা সদরের ঢিলছোড়া দূরত্বে কাফরাঙ্গীয়ালা এলাকায়। এক অসহায় পরিবারের পিতৃহীন একমাত্র সন্তান।ঘর থেকে বাজার আনতে দোকানে গিয়েছিলো,যদিও ঘরে আর ফেরা হয়নি।এক  KTM বাইক চালকের বেপরোয়া বাইক চালানোর কারণে ঘটনাস্থলেই প্রাণ হারালো এই নাবালক।দুর্ঘটনার পর বেপরোয়া বাইক চালক বাইক নিয়ে গা ঢাকা দিয়েছে। দুর্ঘটনার পর স্হানীয় মানুষ পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত আরম্ভ করলে উভয় দিকে শত শত বাহন সহ হাজার হাজার যাত্রী আটকা পড়লে জেলা প্রশাসনের পক্ষে হাইলাকান্দির সার্কেল অফিসার ডেভিড বরা সহ সদর থানার ওসি ইন্সপেক্টর আমপি দাউলাগপ্পু উপস্হিত হয়ে স্হানীয় মানুষের সাথে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। যদিও স্হানীয় মানুষ তাঁদের দাবিতে অনড় থাকলে দফায় দফায় বৈঠক করেও বিফল হন।শেষে সদর সার্কেল অফিসার ডেভিড বরা ও সদর ওসি ইন্সপেক্টর আমপি দাউলগপ্পু  অবরোধকারীদের দাবি অনুযায়ী জেলা প্রশাসনের তরফে আগামী ১৫ দিনের মধ্যে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান ও ঘাতক বাইক সহ চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা এই অবরোধ প্রত্যাহার করেন। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  এজেওয়াইসিপি র রবিজুল আলম লস্কর,বাবলু আহমদ অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের বাউয়ারঘাট আঞ্চলিকের সদস্যরা সহ স্হানীয় নেতৃস্থানীয়। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদনে।

LEAVE A COMMENT