লামডিং পুলিশের হাতে ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক গ্রেফতার।

লামডিং পুলিশের হাতে ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক গ্রেফতার।

লামডিং পুলিশের হাতে ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক গ্রেফতার।

লামডিং পুলিশের হাতে ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক গ্রেফতার। নিজেকে আসাম রাইফেলসের উচ্চ পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে দুই কোটিরও অধিক টাকা হাতিয়ে নিয়েছে রূপম মজুমদার নামের এক প্রতারক। আবারো বলছি দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। লামডিং পুলিশের হাতে ধরা পরল ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক।
অভিযোগে প্রকাশ নিজেকে আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে রূপম মজুমদার নামের এক প্রতারক ব্যবসায়ীদের কাছ থেকে ২ কোটিরও অধিক টাকা হাতিয়ে নিয়েছে। রাজ্য সরকারের পুলিশের চোখে ধুলো দিয়ে দুই কোটিরও অধিক টাকা লুটে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই ভুয়ো আসাম রাইফেলসের আধিকারিক রুপম মজুমদার। কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত লামডিং পুলিশের হাতে গ্রেপ্তার হলো প্রতারক রূপম মজুমদার। এই উপলক্ষে আজ লামডিং এ এক সাংবাদিক সম্মেলনে লামডিং থানার ওসি ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি বড়া জানান যে রূপম মজুমদার নামের এক প্রতারক নিজেকে আসাম রাইফেলস এর উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে 2020 সনের লকডাউনের সময় লামডিং শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছ থেকে দুই কোটিরও অধিক টাকা হাতিয়ে নিয়েছে। একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লামডিং পুলিশ আজ তাকে লামডিংপুর জোরহাট থেকে গ্রেপ্তার করে ১০২/২০২২ লামডিং থানায় একটি মামলা রুজু করে আদালতে তোলা হয়। ওসি ধ্রুবজ্যোতি বড়া জানান যে তদন্তের সাথে মহামান্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে প্রতারক রূপম মজুমদারকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। লামডিং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য পাণ্ডাদেরও অতিসত্বর গ্রেপ্তার করা হবে বলে জানান লামডিং থানার ওসি ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি বরা।

LEAVE A COMMENT