মনটি রয়ের উলঙ্গ হয়ে ভিডিও কল ভাইরাল

মনটি রয়ের উলঙ্গ হয়ে ভিডিও কল ভাইরাল

মন্টি রয়ের উলঙ্গ ভাইরাল ফটো ভিডিও

আবারো সোশ্যাল মিডিয়া নতুন টপিকে উত্তাল হয়ে উঠেছে। শুরু মীম থেকে ট্রোলের বন্যা। কেউ  আবার প্রকাশ্যে মজা করে বলছে, 'লিঙ্কটা কোথায়?' এবার ভেবে দেখুন ব্যাপারটা ঠিক কী? ভাইরাল মন্টি রায়ের একটি ব্যক্তিগত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সঙ্গে রয়েছে বেশ কিছু ছবিও। আর সেই ছবিতে দেখা যাচ্ছে মন্টির পরনে আছে একটি পিঙ্ক টিশার্ট এবং ডেনিম শর্টস। সঙ্গে তাঁর উন্মুক্ত বুকও দেখা গিয়েছে। আর সেটা যে মন্টি রায়ই সেটা ছবি দেখা কারও বুঝতে কোন অসুবিধা হয়নি। ব্যাস, এতেই অনেকেই মজার 'খোরাক' পেয়ে গিয়েছেন। একদল মন্টি রায়কে নিয়ে মজা করছে, আবার আরেক দল তাঁর নিন্দুকদের কড়া ভাষায় আক্রমণ করছে। কিন্তু মন্টি রায় নিজে গোটা বিষয় নিয়ে কী বলছেন? কীভাবে ফাঁস হল তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো?এই সময় ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে টিকটকার মন্টি রায় জানান যে, সে এক ব্যক্তির সঙ্গে ক্যাজুয়াল চ্যাট করছিলো। সেই ব্যক্তির সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া থেকেই পরিচয় হয়েছিল। আর তাঁর ধারণা সেই ব্যক্তিই এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়েছে। মন্টির কথায়, তিনি সেক্স চেঞ্জ করার পর থেকেই সেই ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করেন এবং ঘনিষ্ট হন। তিনি জানিয়েছেন ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ  নেবেন। তিনি বলেন, 'আমি থানায় যাব। সাইবার সেলেও অভিযোগ জানাব। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করা অন্যায় । আমি এখন নিজেকে সামলাতে ব্যস্ত।' কিন্তু মন্টিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা কি কেবলই তাঁর ব্যক্তিগত ভিডিয়ো ভাইরাল হয়েছে বলেই? নাকি সে এক রূপান্তরকামী নারী বলে? উত্তরে তিনি জানান, 'আমি জানি আমাকে ট্রোল করা হচ্ছে, আমি একজন ট্রান্স মহিলা বলেই এভাবে আক্রমণ করা হচ্ছে। আমি যদি মহিলা হতাম তাহলে কেউ এভাবে সোজাসুজি অ্যাটাক করতে পারত না।' সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে ঠিক কতটা নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। ছোটবেলা থেকেই 'অন্যরকম' ছিলেন মন্টি। তাঁর নিজের শরীর কোনও দিন ভালো লাগেনি, তিনি বরাবর মেয়ে হতে চেয়েছেন। ১৬ বছর বয়সে তিনি বোঝেন তিনি মহিলা নন,  বরং পুরুষদের প্রতি আকৃষ্ট। এরপর গত বছর তিনি সার্জারি করেন। নিজেকে নিজের মনের মতো করে নেন। এই বিষয়ে তিনি জানান, 'ভুল শরীরে থাকা কষ্টের। পোশাক খুললে নিজের শরীরটাকে নিজেই মানতে পারতাম না। তখন নারী হয়ে ওঠার সিদ্ধান্ত নিই। আসলে আমি তো মন থেকে নারীই ছিলাম। শুধু দেহটা পাওয়ার অপেক্ষা করছিলাম।' নারী দেহ পেলেও, সমাজ তাঁকে এখনও নারী হিসেবে গ্রহণ করছেনা। আর সেই কারণেই এভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে বলে তিনি মনে করেন।

LEAVE A COMMENT