এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতে সাংবাদিকতার উপর এক দিবসীয় কর্মশালা সম্পন্ন হল। 

এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতে সাংবাদিকতার উপর এক দিবসীয় কর্মশালা সম্পন্ন হল। 

এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতে সাংবাদিকতার উপর এক দিবসীয় কর্মশালা সম্পন্ন হল। 

এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দিতে সাংবাদিকতার উপর এক দিবসীয় কর্মশালা সম্পন্ন হল। শনিবার ঐতিহ্যবাহী এস এস কলেজ অডিটরিয়াম হলে স্টাফ একাডেমী আয়োজিত কর্মশালা অনুষ্ঠানের শুভারম্ভ  হয় সকাল 11 টা থেকে। বরক উপত্যকার বহুল প্রচলিত দৈনিক নববার্তা প্রসঙ্গ এবং হাইলাকান্দির তথ্য ও জনসংযোগ আধিকারিক কার্যালয়ের যৌথ সহযোগিতায় দিনব্যাপি চলা মিডিয়া ওয়ার্কশোপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জেলার সাংবাদ কর্মী সহ কলেজ পড়ুয়ারা । সাংবাদিকতার উপর কর্মশালা অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের  সহকারী  অধ্যাপিকা ডঃ আয়েশা তাহেরা রশীদ তার দীর্ঘ বক্তব্যের পাশাপাশি ইলেকট্রিক  প্রজেক্টারের মাধ্যমে সাংবাদিকতার উপর  বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরেন।  অনুষ্ঠানে দৈনিক নববার্তা প্রসঙ্গ-র সম্পাদক হবিবুর রাহমান চৌধুরি নিজের গুরুত্বপূর্ণ বক্তব্যে  বিশেষ করে প্রিন্ট মিডিয়া আজকাল খুবই চ্যালেঞ্জিং মুহুর্তে রয়েছে বলে উল্লেখ করেন।  ভালো করে অধ্যয়ন করে সাংবাদিকতার কাজে জড়িত হওয়ার পরামর্শ দিয়ে ভাল করে মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি ।  অনুষ্ঠানে গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদার সংবাদ কর্মীদের সামনে আইনী বিষয়ের উপর দীর্ঘ  আলোকপাত করেন। দৈনিক বার্তালিপির সম্পাদক অরিজিৎ আদিত্য নিজের জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করে  প্রদীপের নীচে অন্ধকারের সঙ্গে তুলনা করে  সংবাদ কর্মীদের। কর্মশালা অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত  প্রায় 25 জন সংবাদ কর্মী এবং প্রায় 75  জন কলেজে পড়ুয়ারা মিলে প্রায় একশোজনকে  শংসাপত্র দেওয়া হয় ।

LEAVE A COMMENT

Comment