এবার ষষ্ঠ বর্ষ চলমান।গত 24 ডিসেম্বর শনিবার পূর্ব নির্ধারিত সূচী মতে ষষ্ঠ বর্ষের প্রশিক্ষার্থীদের *"স্বাগত অনুষ্ঠান"* স্বাড়ম্বরে সম্পন্ন হয়েছে।

এবার ষষ্ঠ বর্ষ চলমান।গত 24 ডিসেম্বর শনিবার পূর্ব নির্ধারিত সূচী মতে ষষ্ঠ বর্ষের প্রশিক্ষার্থীদের *"স্বাগত অনুষ্ঠান"* স্বাড়ম্বরে সম্পন্ন হয়েছে।
*বরাকবঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সের ষষ্ঠ বর্ষের স্বাগত অনুষ্ঠান স্বাড়ম্বরে সম্পন্ন*
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত (আসাম সরকার স্বীকৃত) বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সের পঞ্চম বর্ষ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।এবার ষষ্ঠ বর্ষ চলমান।গত 24 ডিসেম্বর শনিবার পূর্ব নির্ধারিত সূচী মতে ষষ্ঠ বর্ষের প্রশিক্ষার্থীদের *"স্বাগত অনুষ্ঠান"* স্বাড়ম্বরে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাকের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও শিলচর ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ মন্মথ নাথ মহাশয়।তিঁনি তাঁর সারগর্ভ ভাষনে সবাইকে হৃদ্ধ করেন। বিষয়ভিত্তিক প্রধান আলোচক ছিলেন প্রফেসর ডঃ নির্মল সরকার মহাশয়।তিঁনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ যথাক্রমে শিলচর টিটিসির প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডঃ দিলীপ কুমার দে, বিশিষ্ট কবি ও কলামিস্ট মাওলানা মহবুবুর রহমান, প্রফেসর ডঃ সব্যসাচী রায়,এডভোকেট ইমাদ উদ্দিন বুলবুল। এছাড়া প্রফেসর জয়ন্ত দেবরায়, প্রফেসর সঞ্জীব দেব লস্কর, প্রফেসর ডঃ তমোজিৎ সাহা, গৌতম প্রসাদ দত্ত,ডঃপরিতোষ চন্দ্র দত্ত সহ সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী কর্মকর্তা ও কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় অতিথিবৃন্দের হাতধরে পাঠক্রমের বর্ষপঞ্জি উন্মোচন করা হয়।উল্লেখ্য,স্বাগত অনুষ্ঠানে সিংহভাগ প্রশিক্ষার্থী ও শুভানুধ্যায়ী মহল উপস্থিত ছিলেন। সমূহ প্রশিক্ষার্থীকে পাঠক্রমের পাঠ্যপুস্তক ও বর্ষপঞ্জি দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন ও জলযোগের মাধ্যমে উন্মুক্ত সভার সমাপ্তি ঘটে। সভাশেষে সংগঠনের কার্যালয়ে অতিথিগণ সহ এক আলোচনা সভা হয়,এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।এ পর্বে প্রধান অতিথি ডাঃ মন্মথ নাথ তাঁর স্বরচিত গ্রন্থ *আমার বিদেশ ভ্রমণ* কলামিস্ট মাওলানা মহবুবুর রহমান সহ আরোও দু তিন জনকে উপহার হিসেবে দেন।সব শেষে চা পর্বের মাধ্যমে সেদিনের প্রোগ্রাম সম্পন্ন হয়।সব মিলিয়ে সেদিনকার আয়োজন ছিল সত্যিই মনোমুগ্ধকর।
Comment