প্রধানমন্ত্রীর খাদ্য সুরক্ষার কার্ড থেকে সম্প্রতি নাম কর্তন‌ ও বঞ্চিতদের উত্তাল প্রতিবাদে গর্জে উঠলো কালিনগর জিপির পলারপার গ্ৰাম ।

প্রধানমন্ত্রীর খাদ্য সুরক্ষার কার্ড থেকে সম্প্রতি নাম কর্তন‌ ও বঞ্চিতদের উত্তাল প্রতিবাদে গর্জে উঠলো কালিনগর জিপির পলারপার গ্ৰাম ।

প্রধানমন্ত্রীর খাদ্য সুরক্ষার কার্ড থেকে সম্প্রতি নাম কর্তন‌ ও বঞ্চিতদের উত্তাল প্রতিবাদে গর্জে উঠলো কালিনগর জিপির পলারপার গ্ৰাম ।

প্রধানমন্ত্রীর খাদ্য সুরক্ষার কার্ড থেকে সম্প্রতি নাম কর্তন‌ ও বঞ্চিতদের উত্তাল প্রতিবাদে গর্জে উঠলো কালিনগর জিপির পলারপার গ্ৰাম । বৃহস্পতিবার পাঁচগ্ৰাম থানার অন্তর্গত পলারপার স্কুলে এলপি স্কুলে প্রথমে এক প্রতিবাদী বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে খাদ্য সুরক্ষার কার্ড থেকে বঞ্চিত ও যাদের নাম কর্তন করা হয়েছে তারা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন 
।কার গাফিলতিতে তারা বঞ্চিত হয়েছেন তা জানতে চান। বৈঠকে হাইলাকান্দির জেলাশাসক, এডিএস সহ জেলা পরিষদ সদস্যাকে অভাব অভিযোগ জানিয়ে স্মারকপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।তা ছাড়া সভা শেষে রেশন কার্ড থেকে বঞ্চিত ও নাম কর্তনে এক ঝাঁক পুরুষ মহিলার প্রতিবাদে গর্জে উঠলো পলারপার গ্ৰাম। সরকারের খাদ্য সুরক্ষার কার্ড থেকে নাম কর্তন‌ ও বঞ্চিত নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন। । তারা সাফ ভাষায় জানিয়ে দেন শীঘ্রই তাদের নাম খাদ্য সুরক্ষার কার্ডে সংযোগ ও যারা বঞ্চিত রয়েছেন তাদের খাদ্য সুরক্ষার চাল পেতে সুবিধা করে না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

LEAVE A COMMENT

Comment