Lockdown in India: করোনার ভয়ে দেশে 3 তারিখ থেকে 10 তারিখ এর মধ্যে লকডাউন?

Lockdown in India: করোনার ভয়ে দেশে 3 তারিখ থেকে 10 তারিখ এর মধ্যে  লকডাউন?

লকডাউন ফের আরও একবার লাগু হয়েছে বলে দাবি করা হয়েছে একটি ভিডিয়োতে। এ প্রসঙ্গে PIB-এর ফ্যাক্ট চেক টিম কী জানাচ্ছে? দেখে নিন ।

Lockdown in India: করোনার চতুর্থ ধাক্কা নিয়ে ইতিমধ্যেই সরগরল পরে গেলো দেশ। সাড়া দেশে বইছে আশঙ্কার চোরাস্রোত। যদিও কেন্দ্রের তরফে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে একের পর এক ভুয়ো খবর। সম্প্রতি এমন একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে দাবি করা হয়েছে, সরকার দেশে 7 দিনের জন্য লকডাউন চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনার চতুর্থ ধাক্কার আশঙ্কার মধ্যে সেই ভিডিয়ো কার্যত ঝড়ের গতিবেগে শেয়ার হচ্ছে ইন্টারনেটে। যদিও ভাইরাল পোস্টটি ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তরফে ফ্যাক্ট চেকের মাধ্যমে যাচাই করা হয়। স্বাভাবিক ভাবেই PIB -র এই তদন্তে উঠে আসছে পুরোপুরি ভুয়ো এই ভিডিয়োটি। একটি নিউজ ভিত্তিক ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটে দাবি করা হয়েছে 24 ডিসেম্বর থেকে দেশে লকডাউন কার্যকর করা হবে। এই লকডাউন এক সপ্তাহের জন্য জারি থাকবে বলে জানা গিয়েছে । এমনকি ওই ইউটিউব চ্যানেলটি দাবি করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। সেখানেই লকডাউন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। COVID-19 -এর চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় 3 জানুয়ারি থেকে 10 তারিখ পর্যন্ত  লকডাউন জারি করা হবে বলে জানা গিয়েছে । PIB-এর তরফে টুইটে জানানো হয়েছে যে, "এই ভিডিয়োতে করা দাবিটি পুরোপুরি ভুয়ো। ভারত সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।"

LEAVE A COMMENT

Comment