বদরপুরের কালাইর বন্ধের জুয়েলারির দোকান থেকে চুরি হওয়া নগদ ২১ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনালংকার উদ্ধার।

বদরপুরের কালাইর বন্ধের জুয়েলারির দোকান থেকে চুরি হওয়া নগদ ২১ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনালংকার উদ্ধার।

বদরপুরের কালাইর বন্ধের জুয়েলারির দোকান থেকে চুরি হওয়া নগদ ২১ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনালংকার উদ্ধার।

বদরপুর পুলিশ ও রামকৃষ্ণনগর পুলিশের যৌথ অভিযানে বদরপুরের কালাইর বন্ধের জুয়েলারির দোকান থেকে চুরি হওয়া নগদ ২১ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনালংকার উদ্ধার। গ্রেফতার মহিলা চোর সহ রামকৃষ্ণ নগরের জুয়েলারির দোকান মালিক। এই উপলক্ষে আজ বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামী জানান যে কিছুদিন পূর্বে বদরপুর ঘাটের কালাই বন্ধের এক জুয়েলারির দোকানে ক্রেতা সেজে কল্পনা দাস নামের এক মহিলা চোর সুযোগ বুঝে নগদ ২১ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনালংকার চুরি করে নিয়ে চম্পট দেয়। এরপর বদরপুরের কালাইর বন্ধের জুয়েলারির মালিক গৌতম দেব এই মর্মে বদরপুর থানায় একটি মামলা নথিভুক্ত করলে পরে নড়েচড়ে বসে বদরপুর পুলিশ। একটি মোবাইল ফোনের সুত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে বদরপুর থানার এসআই বিজয় গোস্বামীর নেতৃত্বে পুলিশের একটি টিম রামকৃষ্ণনগর পুলিশের সহযোগিতায় রামকৃষ্ণনগরের সুরমা জুয়েলারির দোকান থেকে দোকান মালিক পান্না দে সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়া রামকৃষ্ণ নগরের বরুয়ালা গ্রামের কল্পনা দাস নামের এক মহিলাকে গ্রেপ্তার করে বদরপুর থানায় নিয়ে আসা হয়। এরপর আজ আইনি প্রক্রিয়া অনুসারে ধৃত রামকৃষ্ণনগরের সুরমা জুয়েলারির দোকান মালিক পান্নালাল দে ও মহিলা চোর কল্পনা দাস কে করিমগঞ্জের আদালতে তোলা হয় এবং আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামী। ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামী আরো জানান যে ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া নগদ ২১ হাজার টাকা, সোনার নেকলেস ও আংটি সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে বদরপুর পুলিশ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের প্রতিবেদনে।

LEAVE A COMMENT

Comment