হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল বক্রিহাওর তৃতীয় খন্ডের কৃষ্ণরাম এম,ই, স্কুল শিক্ষার সূর্য উদয় করেন তৎকালীন প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয়,

হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল বক্রিহাওর তৃতীয় খন্ডের কৃষ্ণরাম এম,ই, স্কুল  শিক্ষার সূর্য উদয় করেন তৎকালীন প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয়,

হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল বক্রিহাওর তৃতীয় খন্ডের কৃষ্ণরাম এম,ই, স্কুল শিক্ষার সূর্য উদয় করেন তৎকালীন প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয়,

হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল বক্রিহাওর তৃতীয় খন্ডের কৃষ্ণরাম এম,ই, স্কুল  ১৯৭৯ ইংরাজীতে বেসরকারি ভাবে স্থাপনা করে এতদঞ্চলে শিক্ষার সূর্য উদয় করেন তৎকালীন প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয়, সহকারী শিক্ষক মাননীয় রজব আলী মহাশয়, শ্রী অজয় কুমার দাস সহ অন্যান্যরা। এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে বিভিন্ন ঘাতপ্রতিগাতের শেষে ১৯৯১ সালে বিদ্যালয়টি সরকারিভাবে অনুমোদন পায়। প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয় ৩০ জুন ২০১২ ইংরাজীতে চাকরী থেকে অবসর নেন। প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিরালাল দে মহাশয় দীর্ঘ এগারো বৎসর পর ৩০ ডিসেম্বর ২০২২ ইংরাজী তারিখে সমতা সাহিত্য একাডেমী হইতে Pride Of Excellency - National level  Award- এ ভূষিত হলেন। আজ ৩০ ডিসেম্বর শুক্রবার কৃষ্ণরাম এম, ই, স্কুলে এক সভার মাধ্যমে  সমতা সাহিত্য একাডেমীর পক্ষ থেকে কো-অর্ডিনেটর অমল কান্তি নাথ মহাশয়, বিদ্যালয়ের দাতা পক্ষ, সকল শিক্ষকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বর্তমান প্রধান শিক্ষক শ্রী অজয় কুমার দাস মহাশয় উত্তরীয় পরিয়ে পুরস্কারটি প্রাক্তন প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের  সহকারী শিক্ষক শ্রী মদনগোপাল দে, শ্রী রঞ্জু কুমার দাস, শ্রী বাবুল পাল, শ্রী সীতারাম কাহার, দাতা পক্ষ থেকে শ্রী সিমু দাস মহাশয় (বিধায়ক প্রতিদ্বন্দ্বী প্রার্থী), ও শ্রী আকাশ দাস(রাজ্যিক সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার সহায়তা সংঘ-ভারত), সহ প্রমুখ।

LEAVE A COMMENT

Comment