IPL- খেলবে এবার করিমগঞ্জ জেলার মুক্তার হুসেন ।

IPL- খেলবে এবার করিমগঞ্জ জেলার মুক্তার হুসেন ।

IPL- খেলবে এবার করিমগঞ্জ জেলার মুক্তার হুসেন ।

পাঞ্চজন্য রায়, নিলামবাজার (অসম) : IPL-র স্থান করে নিয়েছেন করিমগঞ্জ জেলার মোল্লাগঞ্জ-নিয়ামতখানি গ্রামের জাকির হুসেনের পুত্র মুক্তার হুসেন। অত্যন্ত খেটে খাওয়া পরিবারের ছেলে হয়েও নিজের মেধা ও পরিশ্রমের ফলে অসমের বরাক উপত্যকা থেকে IPL-র auction-এ উঠলেন করিমগঞ্জ জেলার নিয়ামতখানি গ্রামের বেকারি শ্রমিকের ছেলে মুক্তার৷ জানা গেছে, মামার বাড়ি ডিব্রুগড়ে বড় হওয়া মুক্তারের IPL মূল্য ২০ লাখ টাকা ধার্য করা হয়েছে৷ অর্থাভাবে মামার বাড়িতেই লেখাপড়া করা মুক্তার হোসেনের অনন্য কৃতিত্বে খুশির আবহ বারইগ্রামে৷ ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছেলেটি ছাহিয়ান নামে পরিচিত৷ বাবা বদরপুরে একটি বেকারিতে বিস্কুট তৈরির কাজ করেন৷ এক সাক্ষাৎকারে ছেলে সাফল্যে খুশি ব্যক্ত করেছেন বাবা জাকির সহ এলাকাবাসী৷

LEAVE A COMMENT

Comment