অবৈধ মদের বিরুদ্ধে রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ বড়খলায়।

অবৈধ মদের বিরুদ্ধে রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ বড়খলায়।
হাই সর্বনাশ আসামের মুখ্যমন্ত্রী, ডক্টর হেমন্ত বিশ্বাস শর্মা এ কি বললেন এক্ষুনি ক্লিক করে দেখে নিন।
অবৈধ মদের বিরুদ্ধে রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ বড়খলায়, অরুনাচল পুলিশ ফাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন প্রমিলা বাহির । সোমবার কাছার জেলার বড় খোলার সমষ্টির কুমার পাড়ার জিপি সভানেত্রীর পরিতা পারভিন লস্কর সহ শতাধিক গ্রামের মহিলারা অবৈধ মদের রমরমা ব্যবসাব় বিরুদ্ধে গর্জে উঠেন । যে সময় রাজ্য সরকার নেশা বিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সেই সময় দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে চলছে অবৈধ মদেব় রমরমা ব্যবসা । পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ মদের রমব়মা ব্যবসা চলছে বড় খোলার বহু জায়গায়, অবৈধ মদের বিরুদ্ধে বারবার সংবাদ পরিবেশিত হলেও অসৎ ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করে তাদের অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, ফলে বহু যুবক নেশাগ্রস্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছে । নেশার গ্রাসে পড়ে অনেক মায়ের কল ও খালি হয়ে যাচ্ছে প্রশাসন যদিও প্রতিদিন নেশা বিরোধী অভিযান চালিয়ে ধরপাকড় করছে কিন্তু কিছু অসৎ মদ ব্যবসায়ীরা পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে । সোমবারে কাছারেব় বড় খোলার সমষ্টি নীত জয়নগর কুমার পাড়ায় জিপি সভানেত্রী পরিতা পারভিন লস্কর সহ শতাধিক মহিলারা অবৈধ মদের বিরুদ্ধে মিছিল সমাবেশ করে ।
Comment