Good Morning India ", ৫৭ এর শাহরুখের সঙ্গে রোম্যান্স করবেন ২৭ এর গুনগুন! শাহরুখ খান একি বললেন, শাহরুখ খানের ফ্যানেরা দেখে অবাক হয়ে যাচ্ছে

Good Morning India

৫৭ এর শাহরুখের সঙ্গে রোম্যান্স করবেন ২৭ এর গুনগুন! শাহরুখ খান একি বললেন, শাহরুখ খানের ফ্যানেরা দেখে অবাক হয়ে যাচ্ছে

এই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলা থেকে ডাক পেয়ে বলিউড (Bollywood) থেকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, রানী মুখার্জি থেকে শাহরুখ খানরা (Shah Rukh Khan)। বলিউড তারকাদের পাশাপাশি বাংলা টেলিভিশন এবং টলিউডের তারকারাও কিন্তু মঞ্চ আলো করেছিলেন। এরমধ্যে অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) সঙ্গে শাহরুখ খানের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে কিছু কম তরজা চলেনি। কলকাতা চলচ্চিত্র উৎসবের সন্ধ্যায় বলিউড বাদশার সঙ্গে চুটিয়ে আলাপ সেরে নিয়েছেন তৃণা। জীবনের এই স্পেশাল মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তিনি। সারা দেশ এমনকি পৃথিবীর মানুষের মনে যিনি রাজত্ব করেন, সেই বলিউড বাদশাকে এত কাছ থেকে পেয়ে কথা বলার ভাষাই হারিয়ে ফেলেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে শুধু চোখে দেখা নয়, শাহরুখের স্পর্শও পেয়েছিলেন তৃণা। খোদ কিং খান এদিন তার হাতে চুমুও খেয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে কিছু কম চর্চা হয়নি। তবে আসল ঝটকা দেওয়া তো বাকি ছিল তখনও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরও একটা বড় ঝটকা দিলেন অভিনেত্রী। এবার আর বাংলায় পড়ে থাকবেন না তিনি। কারণ সুদুর মুম্বই থেকে ডাক পেয়ে গিয়েছেন তিনি। ছোট পর্দার গুনগুন এবার নাকি বলিউডে পা রাখতে চলেছেন। সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করে নিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে নিজের একটি ছবি শেয়ার করে তৃণা লেখেন “মুম্বাইতে দেখা হবে।” তারপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন ‘ওয়ার্ক কল’। অর্থাৎ মুম্বাই থেকে কাজের ডাক পেয়েছেন তিনি। এরপর মুম্বাইতে পৌঁছে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেন তৃণা। তৃণার এই পোস্ট দেখে সোশ্যাল মিডিয়াতে ফের তৃণার অনুরাগীদের মধ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তারা জানতে চান কোন নতুন সিনেমাতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী? এই প্রশ্নের জবাব পেতে সংবাদ মাধ্যমের তরফ থেকে খোদ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আসল সত্যিটা। সত্যিই কি এবার শাহরুখের ছবির নায়িকা হতে চলেছেন তৃণা? এই প্রশ্নের জবাব দিয়ে অভিনেত্রী জানিয়েছেন সিনেমা নয় তিনি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য অভিনয় করতে এসেছেন মুম্বাইতে। তৃণার উত্তর শুনে বেশ মনোক্ষুন্ন হয়েছেন তার ভক্তরা। তবে খুব শীঘ্রই কিন্তু আবার সিরিয়ালের পর্দায় ফিরতে চলেছেন তৃণা। কৌশিক রায়, ইন্দ্রাশিষ রায়দের সঙ্গে আসছে তৃণা সাহার নতুন বাংলা সিরিয়াল বালি ঝড়। আগামী বছরের শুরুর দিকে স্টার জলসাতে শুরু হবে এই সিরিয়ালের সম্প্রচার।

LEAVE A COMMENT

Comment