Agricultural এবং horticulture নিয়ে সচেতনতা সভা সম্পন্ন রোববার।

Agricultural এবং  horticulture নিয়ে সচেতনতা সভা সম্পন্ন রোববার।

Agricultural এবং horticulture নিয়ে সচেতনতা সভা সম্পন্ন রোববার।

অগপের জেলা সভাপতি মুজাক্কির হোসেন তাপাদারের ব‍্যবস্থাপনায় দক্ষিণ করিমগঞ্জ খন্ড উন্নয়ন কার্যালয়ের সন্নিকটে দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর সমষ্টির কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। দুই হাজারের ও অধিক কৃষকের উপস্থিতিতে ঐ সভা সম্পন্ন হয়। এদিনের সভায় কৃষি বিভাগ থেকে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট ইন্সপেক্টর বাবুল চৌধুরী ও কৃষি বিভাগের অন‍্যতম কর্মরত অফিসার মাধব দত্ত চৌধুরী। এদিন সভায় বক্তব্য দিতে গিয়ে কৃষি বিভাগের এসিসটেন্ট ইন্সপেক্টর বাবুল চৌধুরী বলেন কৃষকরাই দেশের মেরুদণ্ড। তাই কৃষকদের সচেতন হওয়া খুবই প্রয়োজন। এছাড়াও তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষি বিভাগ থেকে যে বীজগুলা দেওয়া হয় সেগুলো যথারীতি ব‍্যবহার করার জন‍্য। যাহাতে ভবিষ্যতে বীজ এর উৎপাদন স্বরুপ কৃষি ক্ষেতের মান উন্নত করার জন‍্য কৃষি বিভাগ অনেকটা অগ্রনী ভূমিকায় থাকবে। এবং  বিশেষ করে কৃষকদের উন্নতির ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা কৃষকদের পাশে থাকবে। এদিন আয়োজকদের মধ‍্য থেকে  Agricultural service provider হিসাবে উপস্থিত ছিলেন আফজল হোসেন তাপাদার,সারুক আহমদ,লুকমান হোসেন,সিজামুর রহমান,সেলিম আহমদ প্রমূখ।

 

দক্ষিণ করিমগঞ্জ ব্লক উন্নয়ন খন্ডের সন্নিকট অগপের সভায় । দেখে নিন খবরটি ক্লিক করে  

LEAVE A COMMENT

Comment