হিন্দু নববর্ষ উদযাপন: বদরপুরে হিন্দু নববর্ষের ৫১২৩ কলিযুগাব্দ পালন করলেন বদরপুর ঐতিহাসিক দূর্গে

হিন্দু নববর্ষ উদযাপন: বদরপুরে  হিন্দু নববর্ষের ৫১২৩ কলিযুগাব্দ পালন করলেন বদরপুর ঐতিহাসিক দূর্গে

হিন্দু নববর্ষ উদযাপন: বদরপুরে হিন্দু নববর্ষের ৫১২৩ কলিযুগাব্দ পালন করলেন বদরপুর ঐতিহাসিক দূর্গে

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জিলার বদরপুর নগরে আনন্দময়ী শাখায় , ভারতীয় হিন্দু নববর্ষ : বর্ষপ্রতিপদ উৎসব

উদযাপন করা হয় । আজ হিন্দু নববর্ষ উদযাপনে বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন , জিলা প্রচারক মাননীয় নেপাল রায় মহাশয়, বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের সহ ব‍্যাবস্তা

প্রমুখ শ্রীযুক্ত নিরুপম আচার্যী , বদরপুর নগর কার্যাবাহ শ্রীযুক্ত সুব্রত দাস, পাঁচগ্রাম প্রখন্ডের শারীরিক প্রমুখ শ্রীযুক্ত অর্জুন তেলেঙ্গী, বদরপুর নগরের সেবা প্রমুখ শ্রীযুক্ত মিঠুন সরকার, ভারত যুব বিকাশ ক্লাবের সদস্য কনুজ দাস , পশেনজিৎ দাস , বদরপুর আনন্দময়ী শাখার মূখ‍্যশিক্ষক , প্রার্থনা প্রমুখ সহ  বদরপুর নগরের সকল স্বয়ং সেবকরা উপস্থিত ছিলেন ।

 

জিলা প্রচারক মাননীয়  নেপাল রায় মহাশয় বলেছেন যে ভারতকে দেখে সমস্ত বিশ্বে  বয়স ,দিন , সময় সূচি নির্ধারিত করতো । আজ অখন্ড ভারতবর্ষের বয়স সত‍্য যুগাব্দ , তেতা যুগাব্দ , দাপর যুগাব্দ ছেড়ে বর্তমানে কলিযুগাব্দ ৫১২৩  বৃক্রমসংবত ২০৭৮ ।

জিলা প্রচারক মাননীয় নেপাল রায় মহাশয় বলেছেন ভারতের প্রত‍্যেক মানুষের ঘরে ঘরে হিন্দু নববর্ষ উদযাপন করা অনিবার্য । ভারতের সকল মানুষের বর্ষপ্রতিপদ উৎসব পালন করতে হবে বলে জানিয়েছেন নগর প্রচারক মাননীয় নেপাল রায় মহাশয় ।

LEAVE A COMMENT